প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৩০, ২০২৫, ১:২৮ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৯, ২০২৫, ৪:০১ অপরাহ্ণ
চুয়াডাঙ্গা-১ আসনে এবি পার্টির মনোনয়নপত্র জমা নতুন রাজনৈতিক প্রত্যাশার বার্তা দিলেন আব্দুল্লাহ আল মামুন রানা

বশিরুল আলম,আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চুয়াডাঙ্গা-১ আসনে বাংলাদেশ পার্টি (এবি পার্টি) থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন দলের মনোনীত প্রার্থী আব্দুল্লাহ আল মামুন রানা। সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে চুয়াডাঙ্গা জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র দাখিল করেন। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন এবি পার্টির মুসাব ইবনে শাফায়েত,বাংলাদেশ ছাত্র পক্ষের কেন্দ্রীয় সহ সম্পাদক রাকিব মাহমুদসহ দলের স্থানীয় নেতাকর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীরা। এ সময় উৎসবমুখর পরিবেশের পাশাপাশি শৃঙ্খলা বজায় রেখে শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করা হয়। মনোনয়নপত্র জমা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আব্দুল্লাহ আল মামুন রানা বলেন, “চুয়াডাঙ্গা-১ আসনের সাধারণ মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা—সুশাসন, ন্যায়বিচার ও উন্নয়ন। এবি পার্টি সেই প্রত্যাশা পূরণে রাজনীতিতে নতুন ধারার সূচনা করতে চায়। জনগণের ভালোবাসা ও সমর্থন পেলে এই আসনকে একটি আদর্শ মডেল হিসেবে গড়ে তুলব।” তিনি আরও বলেন, তরুণ সমাজ, কৃষক, শ্রমজীবী মানুষ ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কথা মাথায় রেখেই তার রাজনৈতিক অঙ্গীকার নির্ধারিত। দুর্নীতিমুক্ত ও জনকল্যাণমূলক রাজনীতিই তার মূল লক্ষ্য বলে জানান তিনি। এবি পার্টির জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা জানান, চুয়াডাঙ্গা-১ আসনে দলীয় প্রার্থীর মনোনয়নপত্র জমা দেওয়ার মধ্য দিয়ে নির্বাচনী কার্যক্রমে নতুন গতি এসেছে। তারা আশাবাদ ব্যক্ত করেন, বিকল্প ও গঠনমূলক রাজনীতির প্রতি ভোটারদের আগ্রহ বাড়ছে। উল্লেখ্য, চুয়াডাঙ্গা-১ আসনটি জেলার রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ আসন হিসেবে পরিচিত। এবি পার্টির প্রার্থী হিসেবে আব্দুল্লাহ আল মামুন রানার মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা ও কৌতূহল সৃষ্টি হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রুহুল আমিন রতন | মোবাঃ ০১৯১৫-০৯১৫২৯ , ০১৮৫৮-৩১০৮৩৫
© সম্পাদক ও প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত !! Email: [email protected]