
বশিরুল আলম,আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) থেকে:- আলমডাঙ্গা থানা পুলিশের বিশেষ অভিযানে নাশকতা ও বিস্ফোরক আইনের এক মামলার এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামি মো. রাসেল জোয়াদ্দার (৪৫), যিনি ১১নং নাগদাহ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক বলে জানা গেছে।পুলিশ সূত্রে জানা যায়, আলমডাঙ্গা থানার এফআইআর নং–১০, তারিখ ১০ নভেম্বর ২০২৪ খ্রিষ্টাব্দের মামলায় দীর্ঘদিন ধরে পলাতক থাকা এই আসামিকে বিশেষ অভিযানের মাধ্যমে নাগদাহ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। মামলাটিতে দণ্ডবিধির ১৪৩, ৩৪১, ৩২৩, ৩২৫, ৩২৬, ৩০৭, ৪২৭, ৩৭৯, ৫০৬, ১১৪ ও ৩৪ ধারাসহ The Explosive Substances Act, 1908–এর ৩/৪/৬ ধারায় অভিযোগ আনা হয়েছে। গ্রেপ্তারকৃত মো. রাসেল জোয়াদ্দার নাগদা জোয়াদ্দার পাড়ার বাসিন্দা। তিনি নজরুল ইসলাম জোয়াদ্দারের পুত্র এবং হাজেরা ইসলাম জোয়াদ্দারের সন্তান।আলমডাঙ্গা থানা পুলিশ জানায়, মামলার তদন্তে তার সংশ্লিষ্টতার প্রাথমিক সত্যতা পাওয়া যাওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে ৩০ ডিসেম্বর ২০২৫ খ্রিষ্টাব্দে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।স্থানীয়দের মতে, দীর্ঘদিন ধরে আলোচিত এই মামলার আসামি গ্রেপ্তারের ফলে এলাকায় স্বস্তি ফিরেছে। তারা আশা প্রকাশ করেন, আইনের সঠিক প্রয়োগের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে। এ বিষয়ে আলমডাঙ্গা থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অভিযান অব্যাহত থাকবে এবং কোনো অপরাধীকে আইনের আওতার বাইরে থাকতে দেওয়া হবে না।



Discussion about this post