প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৩০, ২০২৫, ৬:২২ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৩০, ২০২৫, ৯:১৯ পূর্বাহ্ণ
এনজিও ঋণের চাপে যুবকের মৃত্যুর ঘটনায় শোকস্তব্ধ বাঁশবাড়িয়া

বশিরুল আলম,আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) থেকে:- আলমডাঙ্গা উপজেলার বাঁশবাড়িয়া গ্রামে এনজিও ঋণের চাপ ও আর্থিক সংকটের মধ্যে পড়ে এক যুবকের মৃত্যুর ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। নিহত যুবকের নাম মহন। তিনি বাঁশবাড়িয়া গ্রামের বাসিন্দা কাওসার আলীর ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, মহন বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) থেকে ঋণ গ্রহণ করেছিলেন। সাম্প্রতিক সময়ে ব্যবসা ও আয়ের পথ সংকুচিত হয়ে পড়ায় তিনি কিস্তির টাকা পরিশোধ করতে ব্যর্থ হচ্ছিলেন। এতে করে মানসিক চাপ ও দুশ্চিন্তা ক্রমেই বেড়ে যায়। গত রাতের কোনো এক সময় নিজ বাড়িতে তার মৃত্যু ঘটে। পরে স্বজনেরা বিষয়টি জানতে পেরে তাকে উদ্ধার করেন। খবর পেয়ে স্থানীয়রা ছুটে আসেন। ঘটনাটি জানাজানি হলে পুরো এলাকায় শোক ও নীরবতা নেমে আসে। নিহতের পরিবার দাবি করছে, এনজিও ঋণের কিস্তি পরিশোধ নিয়ে বারবার তাগাদা ও চাপের কারণে তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন। স্থানীয়রা জানান, গ্রামীণ জনপদে অনেক মানুষ এনজিও ঋণের ওপর নির্ভরশীল হয়ে পড়ছেন। কিন্তু সময়মতো আয় না হলে সেই ঋণই অনেক সময় মানুষের জন্য বড় বোঝা হয়ে দাঁড়াচ্ছে। তারা মনে করেন, ঋণ আদায়ের ক্ষেত্রে আরও মানবিক ও সহনশীল নীতি প্রয়োজন। এ বিষয়ে আলমডাঙ্গা থানার পুলিশ জানায়, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হবে। এই মর্মান্তিক ঘটনায় এলাকাবাসীর মধ্যে নতুন করে আলোচনা শুরু হয়েছে—অর্থনৈতিক চাপ, ঋণের ভার এবং মানসিক সহায়তার অভাব কীভাবে গ্রামীণ সমাজে নীরব সংকট তৈরি করছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রুহুল আমিন রতন | মোবাঃ ০১৯১৫-০৯১৫২৯ , ০১৮৫৮-৩১০৮৩৫
© সম্পাদক ও প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত !! Email: [email protected]