প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৩০, ২০২৫, ১১:৩০ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৩০, ২০২৫, ২:১৩ অপরাহ্ণ
নাটোরে ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে চাঁদা দাবি-আটক ৩

আল আমিন,নাটোর প্রতিনিধি:- নাটোরের নলডাঙ্গা উপজেলায় ডিবি পুলিশের পরিচয় দিয়ে চাঁদা দাবির অভিযোগে তিনজন ভুয়া ডিবি সদস্যকে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাদের ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আজ মঙ্গলবার দুপুরে নলডাঙ্গা থানাধীন মোমিনপুর বাজারে এ ঘটনা ঘটে। স্থানীয় বাঁধন কীটনাশক ও সারের দোকানে মোটরসাইকেলযোগে এসে তিন ব্যক্তি নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে দোকান মালিকের কাছে এক লক্ষ টাকা চাঁদা দাবি করে। বিষয়টি সন্দেহজনক মনে হলে দোকান মালিক আশপাশের ব্যবসায়ীদের জানালে বাজারের লোকজন একত্রিত হয়ে অভিযুক্তদের পরিচয়পত্র দেখতে চান। কিন্তু তারা কোনো বৈধ পরিচয়পত্র দেখাতে না পারায় জনতা তাদের আটক করে পুলিশের কাছে খবর দেয়। সংবাদ পেয়ে ডিবি পুলিশের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে তিনজনকে হেফাজতে নেয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা চাঁদা দাবির বিষয়টি স্বীকার করেন। আটক ব্যক্তিরা হলেন— মোঃ খোরশেদ আলম (৪০), মোঃ রাকিব হোসেন (২২) ও মোঃ পারভেজ ইসলাম (২৩)। তারা সবাই নলডাঙ্গা উপজেলার সরকুতিয়া এলাকার বাসিন্দা। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে নলডাঙ্গা থানায় মামলা দায়ের করেছেন।বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানিয়েছেন নলডাঙ্গা থানা পুলিশ।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রুহুল আমিন রতন | মোবাঃ ০১৯১৫-০৯১৫২৯ , ০১৮৫৮-৩১০৮৩৫
© সম্পাদক ও প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত !! Email: [email protected]