
বশিরুল আলম,আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) থেকে:- ভলান্টিয়ার ফর বাংলাদেশ, চুয়াডাঙ্গা জেলা শাখার নবনির্বাচিত কমিটি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছে। সাম্প্রতিক নির্বাচনে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মো. মাসুদ মৃধা এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মো. মাহিন বিল্লাহ।
দায়িত্ব গ্রহণ উপলক্ষে নবনির্বাচিত সভাপতি মো. মাসুদ মৃধা ডিস্ট্রিক্ট বোর্ডের নবনির্বাচিত সদস্য, কমিটির সকল সদস্য ও সাধারণ সদস্যদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “এই বিজয় কোনো ব্যক্তিগত অর্জন নয়; এটি সংগঠনের প্রতি সদস্যদের সম্মিলিত বিশ্বাস, আস্থা ও নিরলস পরিশ্রমের প্রতিফলন।নেতৃত্বকে ক্ষমতা নয়, বরং দায়িত্ব হিসেবে গ্রহণ করার কথা উল্লেখ করে তিনি নতুন জেলা বোর্ডের সহযোগিতায় চুয়াডাঙ্গাকে একটি সুসংগঠিত ও উদাহরণযোগ্য জেলা হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। ঐক্য, নিষ্ঠা ও স্বচ্ছতার মাধ্যমে চুয়াডাঙ্গাকে সর্বোচ্চ পর্যায়ে এগিয়ে নেওয়াই তাঁদের প্রধান লক্ষ্য বলে জানান তিনি। অপরদিকে, নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. মাহিন বিল্লাহ তাঁর প্রতিক্রিয়ায় বলেন, সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হওয়াকে তিনি অত্যন্ত সম্মান ও বড় দায়িত্ব হিসেবে দেখছেন। তিনি বলেন, “এই জয় একার নয়; এটি সংগঠনের সকল সদস্যের আস্থা, সহযোগিতা ও সম্মিলিত প্রচেষ্টার ফল।”
তিনি স্বচ্ছতা, শৃঙ্খলা ও ঐক্যের ভিত্তিতে সবাইকে সঙ্গে নিয়ে সংগঠনকে আরও সুসংগঠিত ও গতিশীল করার অঙ্গীকার করেন এবং ভলান্টিয়ার ফর বাংলাদেশ চুয়াডাঙ্গা এর লক্ষ্য ও আদর্শ বাস্তবায়নে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের প্রত্যয় ব্যক্ত করেন।এদিকে, ভলান্টিয়ার ফর বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলার সাবেক সভাপতি ফাহিম উদ্দীন মভিন নবনির্বাচিত কমিটির প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি আশাবাদ ব্যক্ত করেন, নতুন নেতৃত্বে সংগঠনটি আরও শক্তিশালী হবে এবং মানবতার সেবায় নতুন উচ্চতায় পৌঁছাবে। একই সঙ্গে নবনির্বাচিত নেতৃবৃন্দের জন্য দোয়া কামনা করেন তিনি।



Discussion about this post