প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৩১, ২০২৫, ৫:৩২ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৩১, ২০২৫, ৭:৫৯ পূর্বাহ্ণ
চুয়াডাঙ্গায় উপার্জনের একমাত্র অবলম্বন ভ্যানটি ছিনিয়ে নিলো দুর্বৃত্তরা

বশিরুল আলম,আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) থেকে:- চুয়াডাঙ্গা সদরের গাড়াবাড়িয়া এলাকায় যাত্রী সেজে এক ভ্যানচালকের ভ্যান ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ভ্যানচালক রোকনুজ্জামান (৩৬) এ ঘটনায় চুয়াডাঙ্গা সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনাটি ঘটে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে সদর উপজেলার মাখালডাঙ্গা ইউনিয়নের গাড়াবাড়িয়া ও মাখালডাঙ্গা সড়কের মাঝামাঝি মাঠের মধ্যে। ভুক্তভোগী ভ্যানচালক রোকনুজ্জামান বলেন, গাড়াবাড়িয়া গ্রামে পেঁপে নামিয়ে বাড়িতে ফিরছিলাম। গাড়াবাড়িয়া- মাখালডাঙ্গা সড়কের ফাকা মাঠের মধ্যে পৌঁছালে দুই ব্যক্তি হাতের ইশারায় তাকে থামতে বলেন এবং মাখালডাঙ্গায় পৌঁছে দেওয়ার অনুরোধ জানান। ভ্যান থামানোর পর হঠাৎ করেই তারা ভ্যানের চাবি খুলে নেয় এবং ধাক্কা দিয়ে তাকে মাটিতে ফেলে দেয়। তিনি আরও জানান, পরে একজন ব্যক্তি রশি দিয়ে তার হাত-পা বেঁধে ফেলার চেষ্টা করে। প্রাণের ভয়ে কৌশলে নিজেকে মুক্ত করে দৌড়ে ঘটনাস্থল ত্যাগ করতে সক্ষম হয়। কিছুক্ষণ পর স্থানীয় লোকজনকে সঙ্গে নিয়ে ফিরে এসে দেখেন, তার ভ্যানটি সেখানে আর নেই। রাতেই ভ্যানটি উদ্ধারের জন্য সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি। রোকনুজ্জামান বলেন, এই ভ্যানই ছিল আমার পরিবারের উপার্জনের একমাত্র অবলম্বন। হঠাৎ করে এমন ঘটনায় আমি নিঃস্ব হয়ে পড়েছি। এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার পরিদর্শক (ওসি) মিজানুর রহমান বলেন, যাত্রীবেশে ভ্যানচালকের কাছ থেকে একটি পাখিভ্যান ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং অভিযুক্তদের শনাক্তে পুলিশ ইতোমধ্যে মাঠে নেমেছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রুহুল আমিন রতন | মোবাঃ ০১৯১৫-০৯১৫২৯ , ০১৮৫৮-৩১০৮৩৫
© সম্পাদক ও প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত !! Email: [email protected]