প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৩১, ২০২৫, ৬:৫১ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৩১, ২০২৫, ৮:০২ পূর্বাহ্ণ
আলমডাঙ্গার নারী ফুটবলারদের পাশে ব্যায়ামাগার সভাপতি ৭ ফুটবলার পেল জার্সি ও ট্রাউজার

বশিরুল আলম,আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি : নারী ফুটবলের অগ্রযাত্রায় উৎসাহ জোগাতে আলমডাঙ্গার ৭ জন নারী ফুটবলারের মাঝে জার্সি ও ট্রাউজার বিতরণ করেছেন স্থানীয় ব্যায়ামাগারের সভাপতি ইকবাল হোসেন মিয়া। গতকাল মঙ্গলবার বিকেলে আলমডাঙ্গা ফুটবল মাঠে আনুষ্ঠানিকভাবে খেলোয়াড়দের হাতে এসব ক্রীড়া সামগ্রী তুলে দেন তিনি।এ সময় উপস্থিত ছিলেন সাবেক ফুটবলার মতিয়ার রহমান, রতন সাহা, আমিনুল ইসলাম লিন্টু, শেখ শফিউল্লাহ মহন, তারিকুল জোয়ার্দার, সাদ্দাম খান এবং আলমডাঙ্গা টিমের ফুটবল কোচ ও রেফারি সোহাগ। জার্সি বিতরণ অনুষ্ঠানে ইকবাল হোসেন মিয়া বলেন, “এলাকার ক্রীড়ার মানোন্নয়নে সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে। খেলাধুলা ও নিয়মিত শরীরচর্চার মাধ্যমে একটি সুস্থ ও সচেতন যুব সমাজ গড়ে তোলা সম্ভব। বিশেষ করে নারীদের খেলাধুলায় অংশগ্রহণ আমাদের জন্য গর্বের বিষয়।” তিনি খেলোয়াড়দের নিয়মিত অনুশীলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান।অনুষ্ঠানে কোচ সোহাগ আলী বলেন, প্রমিলা ফুটবলারদের পাশে দাঁড়িয়ে জার্সি প্রদান করায় ইকবাল হোসেন মিয়াকে আন্তরিক ধন্যবাদ জানান। তিনি বলেন, “এ ধরনের সহযোগিতা খেলোয়াড়দের মানসিক শক্তি ও আত্মবিশ্বাস বাড়ায়। খেলাধুলার মানোন্নয়নে সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে।”স্থানীয় ক্রীড়া সংশ্লিষ্টরা মনে করেন, এ ধরনের উদ্যোগ আলমডাঙ্গায় নারী ফুটবলের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পৃষ্ঠপোষকতা ও সহযোগিতা অব্যাহত থাকলে ভবিষ্যতে এখান থেকে আরও দক্ষ নারী ফুটবলার গড়ে উঠবে—এমনটাই প্রত্যাশা ক্রীড়াপ্রেমীদের।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রুহুল আমিন রতন | মোবাঃ ০১৯১৫-০৯১৫২৯ , ০১৮৫৮-৩১০৮৩৫
© সম্পাদক ও প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত !! Email: [email protected]