
বশিরুল আলম, আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) থেকে:- চুয়াডাঙ্গা শহরে সম্প্রতি এক অভিনব ও ভয়ংকর প্রতারণা কৌশল নিয়ে উদ্বেগ বাড়ছে। ‘শয়তানের নিঃশ্বাস’ নামে পরিচিত একটি কেমিক্যাল ব্যবহার করে বয়স্ক মানুষদের সাময়িকভাবে বিভ্রান্ত বা হিপনোটাইজ অবস্থায় ফেলে স্বর্ণালংকার ও নগদ অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে সনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, সদর থানাধীন বড় বাজার, নিউ মার্কেটসহ শহরের বিভিন্ন ব্যস্ত এলাকায় ওই ব্যক্তি বয়স্ক নারী–পুরুষদের টার্গেট করে কৌশলে প্রতারণা করে আসছিল। প্রতারণার শিকার অধিকাংশ ভুক্তভোগীই বয়সজনিত দুর্বলতার কারণে সহজেই বিভ্রান্ত হয়ে পড়ছেন, যা বিষয়টিকে আরও উদ্বেগজনক করে তুলেছে। পুলিশের দেওয়া তথ্যমতে, খুশি খাতুন নামে এক নারী কেনাকাটার উদ্দেশ্যে চুয়াডাঙ্গা নিউ মার্কেটে যান। এ সময় তিনি ওই প্রতারকের ফাঁদে পড়ে তার পরিহিত স্বর্ণালংকার খোয়ান। ঘটনার পর আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে সন্দেহভাজন ব্যক্তিকে শনাক্ত করা হয়। ভুক্তভোগী নারী চুয়াডাঙ্গা সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, “অভিযুক্ত ব্যক্তিকে সনাক্ত ও গ্রেপ্তারের জন্য আমাদের অভিযান অব্যাহত রয়েছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। সাধারণ মানুষকে বিশেষ করে বয়স্কদের আরও সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি।” তিনি আরও বলেন, সন্দেহজনক কোনো ব্যক্তি বা তথ্য নজরে এলে তাৎক্ষণিকভাবে নিকটস্থ থানায় বা চুয়াডাঙ্গা সদর থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হচ্ছে। পুলিশ জানিয়েছে, জনস্বার্থে অভিযুক্ত ব্যক্তির বিষয়ে তথ্য ছড়িয়ে দেওয়ার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে সতর্কতামূলক পোস্ট শেয়ার করে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে। কোথাও ওই ব্যক্তিকে দেখা গেলে নিজ উদ্যোগে কোনো ঝুঁকিপূর্ণ পদক্ষেপ না নিয়ে দ্রুত পুলিশকে অবহিত করার অনুরোধও জানানো হয়েছে।চুয়াডাঙ্গাবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রশাসনের পাশাপাশি সচেতন নাগরিকদের সহযোগিতাই পারে এই ধরনের প্রতারণা রোধ করতে—এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা।



Discussion about this post