মো. শফিকুল ইসলাম শিমুল টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: বিএনপির চেয়ারপার্সন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সরকার ৩১ ডিসেম্বর থেকে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে।
খালেদা জিয়ার মৃত্যুতে গাজীপুরের টঙ্গীর এরশাদ নগরের সর্বস্তরের মানুষ গভীর শোক প্রকাশ করেছেন। এ উপলক্ষে এরশাদ নগর বড় বাজার কমিটির উদ্যোগে শোক পালন করা হয়।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় বাজার এলাকায় মাইকিং করে ওষুধের দোকান ছাড়া সব দোকান বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়।
বাজার কমিটির পক্ষ থেকে মঙ্গলবার দুপুরের দিকে বিভিন্ন স্থানে মাইকিং করে ব্যবসায়ী ও সাধারণ মানুষকে বিষয়টি জানানো হয়। ঘোষণার পরদিন বুধবার (৩১ ডিসেম্বর) সকাল থেকে দুপুর ৩টা পর্যন্ত বাজারের সব ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়। তবে মানুষের জরুরি প্রয়োজনের কথা বিবেচনা করে ওষুধের দোকান খোলা রাখা হয়।
এরশাদ নগর বড় বাজার কমিটির সাধারণ সম্পাদক ও টঙ্গী পূর্ব থানা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মো. মিরাজ মিয়া বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন একজন আপোষহীন দেশনেত্রী ও সত্যিকারের দেশপ্রেমিক। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশের অংশ হিসেবে বাজারের ব্যবসাপ্রতিষ্ঠান ছয় ঘণ্টা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
বাজারের ব্যবসায়ী জয়নুল আবেদীন বলেন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শুধু বিএনপির নেত্রী নন, তিনি ছিলেন দেশের সব মানুষের নেত্রী। তাঁর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। ব্যবসায়ীদের সর্বসম্মত সিদ্ধান্তে নির্দিষ্ট সময়ের জন্য দোকানপাট বন্ধ রেখে শোক পালন করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রুহুল আমিন রতন | মোবাঃ ০১৯১৫-০৯১৫২৯ , ০১৮৫৮-৩১০৮৩৫