শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:- গাজীপুরের শ্রীপুর উপজেলার দক্ষিণ ধনুয়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে কিশোর গ্যাং-এর হামলার শিকার হয়েছেন একই পরিবারের নারী সদস্যরা। আদালতে মামলা বিচারাধীন থাকার পরও জোরপূর্বক জমি দখল করতে গিয়ে এই হামলার ঘটনা ঘটে। শেষ পর্যন্ত জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’-এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ভুক্তভোগী বাবুল মিয়ার পরিবার জানান, দক্ষিণ ধনুয়া এলাকায় বাবুল মিয়া ও বাহার উদ্দিনের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছে। বিষয়টি বর্তমানে আদালতে মামলাধীন। অভিযোগ উঠেছে, আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ওই এলাকার নাসির, সোহাগ ও জুয়েল কিশোর গ্যাং-এর সদস্যদের ভাড়া করে জমিটি দখলের চেষ্টা চালায়। তারা সেখানে জোরপূর্বক ‘বায়না সূত্রে মালিক’ সম্বলিত সাইনবোর্ড টাঙাতে যায়। জমি দখলে বাধা দিতে গেলে ভাড়াটে কিশোর গ্যাং-এর সদস্যরা বাড়ির নারী সদস্যদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় নারীরা শারীরিক লাঞ্ছনার শিকার হন।
এসময় দায়ের কোপে এক নারী সদস্য গুরুতর আহত হন বলে অভিযোগ পাওয়া গেছে। তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হামলা চলাকালীন ভুক্তভোগীরা ‘৯৯৯’-এ কল করলে শ্রীপুর থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে হামলাকারীরা পালিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে শ্রীপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। বর্তমানে পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। অভিযুক্ত সোহাগ মিয়া হামলার অভিযোগ অস্বীকার করে বলেন, "আমি ও মনিরুজ্জামান ওই জমিটি বায়না করেছি। আমরা সাইনবোর্ড লাগাতে গেলে মহিলারা আমাদের ওপর চড়াও হয়। মারামারি বা লুটপাটের কোনো ঘটনা ঘটেনি।" শ্রীপুর থানা পুলিশ জানিয়েছে, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বর্তমানে ওই এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রুহুল আমিন রতন | মোবাঃ ০১৯১৫-০৯১৫২৯ , ০১৮৫৮-৩১০৮৩৫