
বশিরুল আলম, আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) থেকে:- বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ঘোষিত রাষ্ট্রীয় শোক কর্মসূচির কারণে কোনো ধরনের আনুষ্ঠানিকতা ছাড়াই আলমডাঙ্গা উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের শতভাগ শিক্ষার্থীর হাতে ২০২৬ শিক্ষাবর্ষের বিনামূল্যের পাঠ্যবই তুলে দেওয়া হয়েছে। নতুন বছরের প্রথম দিনে উৎসবমুখর আয়োজনের পরিবর্তে সাদামাটা পরিবেশে পাঠ্যবই বিতরণ কার্যক্রম সম্পন্ন করা হয়। তবে আনুষ্ঠানিকতা না থাকলেও বই পাওয়ার আনন্দে শিক্ষার্থীদের মুখে ছিল উচ্ছ্বাস।বৃহস্পতিবার (১জানুয়ারি ২০২৬ ইং) সকালে আলমডাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার পান্না আক্তার মহোদয় পাঠ্যবই বিতরণ কার্যক্রম পরিদর্শন করেন। একই সময়ে আলমডাঙ্গা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী কমিশনার (ভূমি)এ,এস,এম শাহেনেওয়াজ মেহেদি বই বিতরণ কার্যক্রম পর্যবেক্ষণ করেন। এছাড়াও সহকারী উপজেলা শিক্ষা অফিসার (AUEO) রবিউল ইসলাম কালিদাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বলরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, চর শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং আসানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ কার্যক্রম তদারকি করেন। উপজেলার সকল সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নিজ নিজ ক্লাস্টারে পাঠ্যবই বিতরণ কার্যক্রম সার্বক্ষণিক পর্যবেক্ষণ ও তদারকি করেন, যাতে কোনো শিক্ষার্থী বই পাওয়া থেকে বঞ্চিত না হয়। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, নির্ধারিত সময়ের মধ্যেই উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে নতুন শিক্ষাবর্ষের পাঠ্যবই পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই কার্যক্রম বাস্তবায়ন করা হয়। রাষ্ট্রীয় শোকের আবহে শান্ত ও শৃঙ্খল পরিবেশে সম্পন্ন হওয়া এই বই বিতরণ কার্যক্রমকে শিক্ষার প্রতি সরকারের অঙ্গীকারের একটি বাস্তব প্রতিফলন হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।



Discussion about this post