প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১, ২০২৬, ৯:৫৮ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১, ২০২৬, ১২:২০ অপরাহ্ণ
জাঁকজমকপূর্ণ আয়োজনে মাধবপুর মডেল হাই স্কুলে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ

বশিরুল আলম আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) থেকে:- “হতাশার কিছু নেই, সবসময় মনে রেখো—অন্ধকার যত গভীর হয়, সূর্য তত দ্রুতই উদিত হয়”—এই প্রেরণাদায়ী স্লোগানকে সামনে রেখে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ডাইকি ইউনিয়নের ঐতিহ্যবাহী মাধবপুর মডেল হাই স্কুলে জাঁকজমকপূর্ণ আয়োজনে বার্ষিক ও নির্বাচনী পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি ২০২৬) বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফ জাহান আবেদ (Ashraf Jahan Abed)-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ ও শিক্ষণীয় বক্তব্য প্রদান করেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সুযোগ্য সভাপতি জনাব মো. ছরোয়ার হোসেন। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “পরীক্ষার ফলাফলই জীবনের শেষ কথা নয়। ধারাবাহিক পরিশ্রম, নৈতিকতা ও আত্মবিশ্বাসই ভবিষ্যৎ সাফল্যের মূল চাবিকাঠি।” এ সময় বিদ্যালয়ের সকল সহকারী শিক্ষকবৃন্দ উপস্থিত থেকে শিক্ষার্থীদের উৎসাহ ও অনুপ্রেরণা জোগান। পরে বোর্ড নির্ধারিত ফলাফলের আলোকে শিক্ষার্থীদের হাতে পরীক্ষার সনদ তুলে দেওয়া হয়। ফলাফল সনদ গ্রহণ করে কুষ্টিয়া সদর উপজেলার গোস্বামী দুর্গাপুর ইউনিয়নের গাংদী গ্রামের একজন অভিভাবক অনুভূতি প্রকাশ করে বলেন, “স্কুলের বড় বিল্ডিং আছে কি নেই, সেটাই আসল বিষয় নয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সেখানে শিক্ষার মান ও পরিবেশ কেমন—মাধবপুর মডেল হাই স্কুল সে দিক থেকে সত্যিই প্রশংসার দাবিদার।” অনুষ্ঠানটি সুশৃঙ্খল ও সাবলীলভাবে পরিচালনা করেন বিদ্যালয়ের সুদক্ষ গণিত শিক্ষক মো. ইমরান আলী। সার্বিকভাবে এ আয়োজন শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের মাঝে নতুন বছরের শুরুতে আশাবাদ, অনুপ্রেরণা ও শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রুহুল আমিন রতন | মোবাঃ ০১৯১৫-০৯১৫২৯ , ০১৮৫৮-৩১০৮৩৫
© সম্পাদক ও প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত !! Email: [email protected]