
আল আমিন, নাটোর প্রতিনিধি :- নাটোরের লালপুরে নিখোঁজের ২৪ ঘণ্টা পর মোঃ নিরব হোসেন (১৩) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুরে নর্থ বেঙ্গল সুগার মিলের গোবিন্দপুর আখ খামারের পানির ক্যানেল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত নিরব হোসেন লালপুর উপজেলার আরবাব ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামের বাসিন্দা এবং মোঃ নাসির মন্ডলের ছেলে। বুধবার দুপুরের পর কোনো একসময় নিখোঁজ হওয়ার পর আজ বৃহস্পতিবার সকালে এলাকাবাসী ক্যানেলে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে লালপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। লালপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি মামলা নেওয়া হয়েছে। কী কারণে হত্যাকাণ্ড ঘটেছে এবং এতে কারা জড়িত, তা শনাক্তে তদন্ত চলছে। তদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় শোক ও আতঙ্ক বিরাজ করছে।



Discussion about this post