প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১, ২০২৬, ১০:২৪ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১, ২০২৬, ১২:৩০ অপরাহ্ণ
দীর্ঘদিনের দ্বন্দ্বের অবসান: শরীফুজ্জামান শরীফ গ্রুপে যোগ দিলেন টিলু–সেলিম ও তাঁদের সমর্থকরা

বশিরুল আলম,আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) থেকে:- চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার রাজনৈতিক অঙ্গনে দীর্ঘদিন ধরে চলমান অভ্যন্তরীণ দ্বন্দ্বের অবসান ঘটেছে। অবশেষে সকল ভুল বোঝাবুঝি ও মতপার্থক্য পেছনে ফেলে আলমডাঙ্গা উপজেলা বিএনপির রাজনীতিতে ঐক্যের নতুন বার্তা নিয়ে শরীফুজ্জামান শরীফ গ্রুপে যোগ দিয়েছেন শহিদুল কাউনাইন টিলু ও আসিরুল ইসলাম সেলিমসহ তাঁদের অনুসারী ও সমর্থকরা। সম্প্রতি আয়োজিত এক মতবিনিময় সভার মাধ্যমে এই যোগদান প্রক্রিয়া সম্পন্ন হয়। এতে নেতাকর্মীদের মাঝে স্বস্তি ও উৎসাহের আবহ লক্ষ্য করা যায়। দীর্ঘদিন ধরে বিভক্ত অবস্থায় থাকা বিএনপির স্থানীয় রাজনীতিতে এই সমঝোতাকে ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখছেন দলীয় নেতাকর্মীরা। সমর্থকদের দাবি, রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা ও তৃণমূলের সঙ্গে নিবিড় সম্পর্কের কারণে শহিদুল কাউনাইন টিলু আলমডাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি পদে আসীন হওয়ার যোগ্য নেতা। তাঁদের মতে, টিলুর নেতৃত্বে দল আরও সুসংগঠিত ও গতিশীল হবে এবং আন্দোলন-সংগ্রামে নতুন গতি পাবে।
এ বিষয়ে স্থানীয় বিএনপির একাধিক নেতাকর্মী জানান, দীর্ঘদিনের বিভক্তি দলের সাংগঠনিক কার্যক্রমকে দুর্বল করে দিয়েছিল। টিলু–সেলিম গ্রুপের শরীফুজ্জামান শরীফ গ্রুপে যোগদানের মাধ্যমে সেই দূরত্ব ঘুচে গেছে। এখন ঐক্যবদ্ধভাবে দলের কর্মসূচি বাস্তবায়নের সুযোগ তৈরি হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ঐক্য আলমডাঙ্গা উপজেলা বিএনপির রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ মোড়। সামনে জাতীয় ও স্থানীয় রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় এ ঐক্য দলের সাংগঠনিক শক্তি বাড়াবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। সার্বিকভাবে, দীর্ঘদিনের দ্বন্দ্ব নিরসনের মধ্য দিয়ে আলমডাঙ্গা উপজেলা বিএনপিতে যে ঐক্যের বাতাস বইতে শুরু করেছে, তা দলীয় রাজনীতিতে ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রুহুল আমিন রতন | মোবাঃ ০১৯১৫-০৯১৫২৯ , ০১৮৫৮-৩১০৮৩৫
© সম্পাদক ও প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত !! Email: [email protected]