প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২, ২০২৬, ১০:২৭ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ২, ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ণ
চুয়াডাঙ্গায় ব্রান্ড ওয়ান লেডিস শপিং মল পোষ বাস্কেটের উদ্বোধন

বশিরুল আলম,আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) থেকে:- চুয়াডাঙ্গার প্রিন্স প্লাজা মার্কেটে পোষ বাস্কেট নামের পূর্ণাঙ্গ লেডিস শপিং মলের উদ্বোধন করা হয়েছে। অত্যাধুনিকতার ছোঁয়া নিয়ে চুয়াডাঙ্গাতে প্রথমবারের মতো ব্রান্ড ওয়ান মানের এ শপিং মলটি পথচলা শুরু করে। চুয়াডাঙ্গা প্রিন্স প্লাজা মার্কেটের দ্বিতীয় তলায় আনুষ্ঠানিকভাবে শপিং মলটির উদ্বোধন করেন পোষ বাস্কেট সহ দি ম্যান ও সুমি ফিউশন-এর স্বত্বাধিকারী অস্ট্রেলিয়া প্রবাসী সুমি আসলাম। পোষ বাস্কেট শপিং মল উদ্বোধনকালে সুমি আসলাম তার তিন সহোদর ভাই মিল্টন হোসেন, নাবিস্কো হোসেন ও আখলাক হোসেন সহ পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে শপিং মলের ফিতা কাটেন।এসময় বিশেষ মেহমান ছিলেন, চুয়াডাঙ্গা পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক মাহমুদুল হক পল্টু। পরিবারের সদস্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন তমাল শেখ, ফারহান লাইস আবেগ, রিফাত রাইয়ান, শেখ তাজ, শেখ রাজ ও সাহেদ প্যালেস হোটেলের ম্যানেজার মাবুদ সরকার। এছাড়া উপস্থিত ছিলেন, প্রিন্স প্লাজা দোকান মালিক সমিতির সভাপতি আমির বাদশা ও সহ-সভাপতি আহসান আলী।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রুহুল আমিন রতন | মোবাঃ ০১৯১৫-০৯১৫২৯ , ০১৮৫৮-৩১০৮৩৫
© সম্পাদক ও প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত !! Email: [email protected]