প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২, ২০২৬, ১০:২৮ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ২, ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ণ
আলমডাঙ্গা থানা পুলিশের অভিযানে নাশকতা মামলার আসামি গ্রেফতার

বশিরুল আলম,আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি:- চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানা পুলিশের বিশেষ অভিযানে নাশকতা মামলার এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তি বাড়াদী ইউনিয়নের ০৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শাকিল। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা থানা পুলিশ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে। তিনি একটি নাশকতা মামলার এজাহারভুক্ত আসামি বলে জানিয়েছে পুলিশ। গ্রেফতারের পর তাকে থানা হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। আলমডাঙ্গা থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। নাশকতা, সহিংসতা ও আইনবিরোধী কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।স্থানীয়দের মধ্যে এ ঘটনায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের এ ধরনের তৎপরতাকে স্বাগত জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রুহুল আমিন রতন | মোবাঃ ০১৯১৫-০৯১৫২৯ , ০১৮৫৮-৩১০৮৩৫
© সম্পাদক ও প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত !! Email: [email protected]