
ফারুক আহম্মেদ, পার্বতীপুর প্রতিনিধি: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে দিনাজপুরের পার্বতীপুরে গায়েবানা জানাজা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
আজ ২ জানুয়ারি শুক্রবার জুম্মার নামাজের পর ২টা ৩০ মিনিটে পার্বতীপুর শহরের ঢাকা মোরে পার্বতীপুর উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে এই গায়েবানা জানাজার আয়োজন করা হয়।
জানাজা নামাজে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আকরাম হোসেন মাস্টার, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মোখলেছুর রহমান, দপ্তর সম্পাদক ও সাবেক প্যানেল মেয়র জাহাঙ্গীর আলম, পৌর বিএনপির সভাপতি আতিয়ার রহমান, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও সাবেক প্যানেল মেয়র মন্জুরুল আজিজ পলাশ,পার্বতীপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি সালেহ আহমেদ মঞ্জু, উপজেলা যুব দলের আহবায়ক আতিকুর রহমান স্বপন, পৌর যুবদলের আহ্বায়ক রবিউল ইসলাম বাবু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব শরিফুল ইসলাম বাবু,পৌর বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আবু এহিয়া,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হান্নানংককক, ইঞ্জিনিয়ার এজেডএম আরিফুল হক, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এমারত হোসেন সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
গায়েবানা জানাজা শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা দেশের রাজনৈতিক ইতিহাসে তাঁর অবদান স্মরণ করেন এবং মরহুমার আত্মার শান্তি কামনা করেন। এ উপলক্ষে পার্বতীপুর বিএনপি কার্যালয়ে বাত মাগরিব খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া আয়োজন করা হয়।


Discussion about this post