প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ৩, ২০২৬, ৭:০৫ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ৩, ২০২৬, ৪:০৬ পূর্বাহ্ণ
প্রযুক্তি ও মমতায় কল্যাণ, সমতায় আস্থা—জাতীয় সমাজসেবা দিবস উদযাপন

বশিরুল আলম, আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি:- “প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায়, আস্থা আজ সমাজসেবায়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জাতীয় সমাজসেবা দিবস। দিবসটি উপলক্ষে ৩ জানুয়ারি ২০২৬ (শনিবার) সকাল সাড়ে ন'টায় উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে সরকারি কর্মকর্তা-কর্মচারী, সমাজসেবা কার্যালয়ের সংশ্লিষ্টরা, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও উপকারভোগীরা অংশগ্রহণ করেন। র্যালি শেষে উপজেলা পরিষদের হল রুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমাজসেবা অফিসার মোঃ সাজ্জাদ হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার পান্না আক্তার। তিনি বলেন, “সমাজসেবা কার্যক্রমের মাধ্যমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে মূলধারায় সম্পৃক্ত করা সম্ভব হচ্ছে। প্রযুক্তির ব্যবহার সমাজসেবাকে আরও সহজ, স্বচ্ছ ও জনবান্ধব করেছে।”সভাপতির বক্তব্যে মোঃ সাজ্জাদ হোসেন বলেন, “সমাজসেবা শুধু সহায়তা নয়, এটি মানুষের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠার একটি কার্যকর মাধ্যম। সমতা ও কল্যাণ নিশ্চিত করতে সমাজসেবা অধিদপ্তর নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ”আলোচনা সভায় বক্তারা সমাজসেবার আওতায় পরিচালিত বিভিন্ন কর্মসূচি—বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, সুদমুক্ত ঋণসহ সামাজিক নিরাপত্তা বেষ্টনীর গুরুত্ব তুলে ধরেন এবং এসব কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সমাজসেবা কার্যালয়ের একজন কর্মকর্তা। দিবসটি উদযাপনের মাধ্যমে সমাজসেবার গুরুত্ব ও সামাজিক দায়বদ্ধতা সম্পর্কে জনসচেতনতা আরও বৃদ্ধি পাবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রুহুল আমিন রতন | মোবাঃ ০১৯১৫-০৯১৫২৯ , ০১৮৫৮-৩১০৮৩৫
© সম্পাদক ও প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত !! Email: [email protected]