
বশিরুল আলম,আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) থেকে:- চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার উজির গ্রামে ফসলি জমির মাটি কাটার অপরাধে জমির মালিককে ৩০ হাজার টাকার জরিমানা ও মাটির স্তূপ রাখার অপরাধে স্কাই ইটভাটার ম্যানেজারকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দামুড়হুদা উপজেলার উজিরপুরের মাঠে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা ও কারাদণ্ড দেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উবাইদুর রহমান সাহেল।ভ্রাম্যমাণ আদালত সূত্র থেকে জানা যায়, দামুড়হুদা উপজেলার উজিরপুর গ্রামের আনারুল ইসলাম লক্ষীগাড়ী মাঠে ফসলি জমি থেকে মাটি কেটে ইট ভাটায় বিক্রয় করছে এমন অভিযোগ পেয়ে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উবাইদুর রহমান সাহেল ঘটনাস্থলে পৌঁছে সত্যতা পান। পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ফসলের জমিতে মাটি কাটার অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ (সংশোধিত ২০২৩) এর সংশ্লিষ্ট ধারায় দোষী সাব্যস্ত করে জমির মালিক আনারুল ইসলামকে ৩০ হাজার টাকা জরিমানা এবং এই মাটি ইটের কাঁচামাল হিসেবে ব্যবহারের উদ্দেশ্যে পার্শ্ববর্তী কৃষি জমির মাটি সংগ্রহপূর্বক স্তূপ কৃত অবস্থায় রাখার অপরাধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর সংশ্লিষ্ট ধারায় দোষী সাব্যস্ত করে স্কাই ইটভাটার ম্যানেজার মতিয়ার রহমান মন্টুকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উবাইদুর রহমান সাহেল বলেন, এই ধরনের কর্মকাণ্ডে যারা জড়িত তাদের আইনের আওতায় আনা হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।


Discussion about this post