
বশিরুল আলম,আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) থেকে:- চুয়াডাঙ্গা হলপাড়া দোকান মালিক কমিটির উদ্যোগে বার্ষিক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে স্থানীয় ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুধীজনদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শরীফুজ্জামান শরীফ। হলপাড়া দোকান মালিক কমিটির সহ-সভাপতি বাবুল শেখ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সংগঠনের সাধারণ সম্পাদক এম.এ. মক্কির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম পিটু, চুয়াডাঙ্গা দোকান মালিক সমিতির আহ্বায়ক মঞ্জরুল আলম মালিক লার্জ এবং সদস্য সচিব সুমন পারভেজ খান। প্রধান অতিথির বক্তব্যে মোঃ শরীফুজ্জামান শরীফ তার শৈশব, ছাত্রজীবন ও প্রভাতী স্কুলে পড়াশোনার স্মৃতিচারণ করে বলেন, সিনেমা হল পাড়া থেকে কোর্ট পর্যন্ত এলাকার প্রতিটি দোকানের সঙ্গে তার দীর্ঘদিনের ওঠাবসা ও আত্মিক সম্পর্ক রয়েছে। তিনি বলেন, “আমি আপনাদেরই সন্তান, এখানকার মাটি ও মানুষের সঙ্গে আমার নাড়ির টান।” তিনি আরো বলেন, বর্তমানে চুয়াডাঙ্গা জেলা এক ধরনের অভিভাবক শূন্যতায় ভুগছে, যার ফলে নতুন প্রজন্ম বিপথে পরিচালিত হচ্ছে। জনগণের পাশে দাঁড়ানোর মতো শক্তিশালী নেতৃত্বের অভাব রয়েছে উল্লেখ করে তিনি বলেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থীকে ধানের শীষ প্রতীকে ভোট দিলে চুয়াডাঙ্গা একজন যোগ্য অভিভাবক পাবে। তিনি চুয়াডাঙ্গাকে মাদকমুক্ত ও দুর্নীতিমুক্ত জেলা হিসেবে গড়ে তোলার পাশাপাশি শিক্ষাব্যবস্থার উন্নয়নের জন্য দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন দর্শনা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ রেজাউল করিম, মনজুরুল আরেফিন লিটু, আরিফুল ইসলাম বাদলসহ অন্যান্য অতিথিবৃন্দ। আলোচনা সভা শেষে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা, হলপাড়ার সামনে প্রতিনিয়ত ঘটে যাওয়া দুর্ঘটনা থেকে মুক্তি এবং হলপাড়া দোকান মালিক সমিতির প্রয়াত সদস্যদের আত্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সমাপ্ত হয়।



Discussion about this post