
বশিরুল আলম, আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) থেকে:- বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াড–২০২৬-এর কুষ্টিয়া আঞ্চলিক পর্বে অসাধারণ সাফল্য অর্জন করেছে আলমডাঙ্গা একাডেমির ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী মাহবীর হাসান রুশদান। ক্যাটাগরি–এ তে অংশগ্রহণ করে সে প্রথম স্থান অধিকার করে কুষ্টিয়া অঞ্চলসহ নিজ এলাকা আলমডাঙ্গার জন্য গৌরব বয়ে এনেছে। গত ৩ জানুয়ারি শনিবার কুষ্টিয়া সরকারি কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয় এই আঞ্চলিক পর্বের প্রতিযোগিতা। বেলা সাড়ে ১২টায় শুরু হওয়া প্রতিযোগিতায় কুষ্টিয়া অঞ্চল থেকে প্রায় তিন শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। তীব্র প্রতিযোগিতামূলক এই আয়োজনের মধ্য দিয়ে মাহবীর হাসান রুশদান তার মেধা, অধ্যবসায় ও বিজ্ঞানের প্রতি গভীর আগ্রহের স্বাক্ষর রাখতে সক্ষম হয়। পুরস্কার বিতরণ ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন কুষ্টিয়া সরকারি কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান এবং বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াড কুষ্টিয়া আঞ্চলিক কমিটির আহ্বায়ক সহযোগী অধ্যাপক প্রফেসর লাল মোহাম্মদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোল্লা মোহাম্মদ রুহুল আমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ আব্দুল লতিফ এবং বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক ফয়েজ আহাম্মদ জাহাঙ্গীর মাসুদ। পুরো আয়োজনটি পরিচালনা করে বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াড কর্তৃপক্ষ।উল্লেখ্য, মাহবীর হাসান রুশদান আলমডাঙ্গা হাটবোয়ালিয়া স্কুল অ্যান্ড কলেজের সহকারী অধ্যাপক আসিফ জাহানের কনিষ্ঠ সন্তান। অল্প বয়সেই এমন কৃতিত্ব অর্জনে তার পরিবার, শিক্ষক ও এলাকাবাসীর মধ্যে আনন্দ ও গর্বের আবহ সৃষ্টি হয়েছে।শিক্ষাবিদরা মনে করছেন, মাহবীরের এই সাফল্য আগামী দিনে বিজ্ঞানচর্চায় নতুন প্রজন্মকে উৎসাহিত করবে এবং জাতীয় পর্যায়েও সে আরও বড় অর্জন উপহার দিতে সক্ষম হবে।



Discussion about this post