
বশিরুল আলম, আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) থেকে:- চুয়াডাঙ্গার জীবননগরে মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনায় মিলন হোসেন (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন স্বপন হোসেন (২৪) নামে আরও একজন। আহত স্বপনের অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করা হয়েছে। জীবননগর উপজেলার মৃগমারী–আন্দুলবাড়িয়া সড়কের ডুমুরিয়া ব্রিজের কাছে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত মিলন হোসেন জীবননগর উপজেলার সেনেরহুদা গ্রামের মাঝের পাড়ার বাসিন্দা ও আকবার আলীর ছেলে। আহত স্বপন হোসেন একই গ্রামের মনোয়ার হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যার দিকে মিলন হোসেন ও স্বপন হোসেন একটি মোটরসাইকেলযোগে আন্দুলবাড়িয়ার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে ডুমুরিয়া ব্রিজের কাছে পৌঁছালে হঠাৎ মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি পিলারের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে দু’জনই মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধার করেন। তবে মোটরসাইকেল চালক মিলন হোসেন ঘটনাস্থলেই মারা যান।
অপরদিকে গুরুতর আহত স্বপন হোসেনকে প্রথমে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় পাঠানোর সিদ্ধান্ত নেন।
জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলায়মান সেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “মোটরসাইকেল দুর্ঘটনায় একজন যুবকের মৃত্যু হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হচ্ছে।”এই মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত মিলনের পরিবার ও স্বজনদের মধ্যে বইছে গভীর শোক।



Discussion about this post