
বশিরুল আলম,আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) থেকে:- চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হরিহরনগর মহিলা মাদ্রাসাপাড়া এলাকায় রাতে উচ্চ শব্দে সাউন্ড বক্স বাজিয়ে পিকনিক করার ঘটনায় প্রতিবাদ করায় স্বামী-স্ত্রীকে পিটিয়ে জখমের অভিযোগ উঠেছে। চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের হরিহরনগর মহিলা মাদ্রাসাপাড়ার শওকত আলীর ছেলে ভুক্তভোগী মো. আব্দুল্লাহ (৩৫) জানান, একই গ্রামের পিয়াস হোসেন(১৯), আকসাদুল হক(২০), মুজাহিদ হোসেন(১৯) এবং আসমাউল হক(১৯) দীর্ঘদিন ধরে গ্রামে পিকনিকের নামে গভীর রাতে উচ্চ শব্দে সাউন্ড বক্স বাজিয়ে জনবিরক্তির সৃষ্টি করে আসছিল। তারা আব্দুল্লাহর বাড়ির পাশের রাস্তায় উচ্চ শব্দে সাউন্ড বক্স বাজাতে থাকে। এ সময় তিনি বিষয়টি নিষেধ করলে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে ওঠে এবং তাকে মারপিট শুরু করে।আব্দুলল্লাহর মাথায় আঘাত করলে মাথা কেটে যায়। তিনি গুরুতর ভাবে আহত হন। মাথা থেকে রক্তপাত শুরু হয়। এ সময় আব্দুলল্লাহর স্ত্রী সারমিন খাতুন বাধা দিতে গেলে তাকেও মারধর করা হয়। চিৎকার চেঁচামিচিতে প্রতিবেশীরা ছুটে গিয়ে তাদেরকে উদ্ধার করে জীবননগর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠান। সীমান্ত ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বার আরজাম আলী বলেন। জীবননগর থানার অফিসার ইনচার্জ সোলায়মান শেখ বলেন, ঘটনার ব্যাপারে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে, তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।



Discussion about this post