
স্টাফ রিপোর্টার:- গাজীপুর মহানগরীর ২৮নং ওয়ার্ডের হাড়িনাল পঞ্চপাড়া বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন, সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে ৩ জানুয়ারি এশার নামাজের পর দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর মহানগর শ্রমিকদলের প্রতিষ্ঠাতা সদস্য সচিব মোঃ নজরুল ইসলাম এর সভাপতিত্বে ও সাবেক ৫নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ মিজানুর রহমান সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর মহানগর বিএনপির সাধারন সম্পাদক ও বিএনপি মনোনীত গাজীপুর ২ আসনের এমপি প্রার্থী এম মঞ্জুরুল করিম রনি। এসময় খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বক্তব্য রাখেন, গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র হাসান আজমল ভূইয়া, গাজীপুর জেলা মুক্তিযুদ্ধা কমান্ডের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা এস কে জবিউল্লাহ, গাজীপুর সদর মেট্রোথানা বিএনপির সভাপতি মেহেদী হাসান এলিস, গাজীপুর সদর মেট্রোথানা বিএনপির সাধারন সম্পাদক সাইফুল ইসলাম টুটুল, জাঙ্গালীয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আ ফ ম মোফাজ্জল হোসেন, সদর মেট্রোথানা বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক শেখ রাসেল, বাংলাদেশ জাতীয়তাবাদী রিক্সা ভ্যান অটো চালক দল গাজীপুর মহানগরীর সদস্য সচিব সাধন চন্দ্র দে, গাজীপুর সদর মেট্রোথানা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক শেখ মাসুদ, গাজীপুর মহানগর যুবদলের সদস্য আল-আমিন রাজু, গাজীপুর মহানগর যুবদলের সাবেক সহ-সাধারন সম্পাদক শফিকুল ইসলাম টিটু প্রমুখ।



Discussion about this post