
বশিরুল আলম, আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা):- শীতের কনকনে সকাল আর ঘন কুয়াশাকে উপেক্ষা করে আলমডাঙ্গা পৌর এলাকার উন্নয়ন কর্মকাণ্ডে যুক্ত হলো আরও একটি নতুন অধ্যায়। চুয়াডাঙ্গার আলমডাঙ্গা পৌরসভার ৩নং ওয়ার্ডের কলেজপাড়া এলাকায় লোকমান ক্লিনিক থেকে ফায়ার সার্ভিস মোড় পর্যন্ত প্রায় ৩০০ মিটার কার্পেটিং সড়ক নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। রবিবার (৪ জানুয়ারি) সকাল ১১টায় আনুষ্ঠানিকভাবে এ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও আলমডাঙ্গা পৌর প্রশাসক পান্না আক্তার। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, পৌরসভার কর্মকর্তাবৃন্দ ও এলাকাবাসীর উপস্থিতিতে উদ্বোধন অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। পৌরসভা সূত্রে জানা গেছে, আলমডাঙ্গা পৌরসভার বাস্তবায়নে এবং আইইউডিপি (Integrated Urban Development Project – IUDP) প্রকল্পের অর্থায়নে সড়কটির নির্মাণ কাজ করা হচ্ছে। ঠিকাদারি প্রতিষ্ঠান হিসেবে কাজটি বাস্তবায়ন করছে মেসার্স গ্রামীন ট্রেডার্স, যার প্রোপাইটর আব্দুল আহাদ মন্টু। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ নুরুজ্জামান, উপ-সহকারী প্রকৌশলী আসাদুজ্জামান, স্থানীয় প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সংশ্লিষ্ট এলাকার সাধারণ মানুষ। উদ্বোধনী বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার জনাব পান্না আক্তার বলেন,“পৌর এলাকার অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে নাগরিকদের যাতায়াত ব্যবস্থা সহজ করাই আমাদের মূল লক্ষ্য। এই সড়ক নির্মাণ কাজ সম্পন্ন হলে এলাকাবাসীর দীর্ঘদিনের ভোগান্তি লাঘব হবে এবং যোগাযোগ ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে।” এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, দীর্ঘদিন ধরে সড়কটির বেহাল অবস্থার কারণে চলাচলে নানা সমস্যার সম্মুখীন হতে হতো। নতুন করে কার্পেটিং সড়ক নির্মাণ শুরু হওয়ায় তারা সন্তোষ প্রকাশ করেছেন এবং দ্রুত সময়ের মধ্যে মানসম্মত কাজ সম্পন্ন করার দাবি জানিয়েছেন।স্থানীয়দের প্রত্যাশা, এ সড়ক নির্মাণ কাজ শেষ হলে কলেজপাড়া এলাকাসহ আশপাশের অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা আরও গতিশীল হবে এবং পৌর এলাকার সামগ্রিক উন্নয়নে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।



Discussion about this post