
নিজস্ব প্রতিবেদক:- সাবেক সংসদ সদস্য আহসানউল্লাহ মাস্টার হত্যা মামলার ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি শিপু মৃত্যুবরণ করেছেন। রবিবার (৪ জানুয়ারি) সকাল সোয়া ১১টার দিকে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে অসুস্থ অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২ তে বন্দি ছিলেন। মৃত শহিদুল ইসলাম শিপু (৫৪) গাজীপুরের টঙ্গীর গোপালপুর এলাকার ঠিকাদার মো. রফিক উদ্দিনের ছেলে।
ওই কারাগারের জেলার মো. আবুল হোসেন জানান, শিপু দীর্ঘদিন ধরে নানান রোগে ভুগছিলেন। সকালে তিনি কারাগারের ভেতর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, শিপু গাজীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য শ্রমিক নেতা আহসানউল্লাহ মাস্টার হত্যা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন। ২০০৪ সালে আহসানউল্লাগ মাস্টার খুন হলে গ্রেপ্তার হন শিপু। তার পর থেকে তিনি ওই কারাগারে বন্দি ছিলেন।



Discussion about this post