
বশিরুল আলম, আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি:- শিশুদের হাসি, রঙিন বেলুন আর উৎসবমুখর পরিবেশে আলমডাঙ্গার কামালপুর মহিউদ্দিন একাডেমির ২য় বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে শিক্ষার্থীদের আনন্দ দিতে ব্যতিক্রমধর্মী আয়োজন হিসেবে বাচ্চাদের জন্য কাটা হয় প্রায় ৫০ পাউন্ড ওজনের বিশাল কেক। বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে একাডেমি প্রাঙ্গণজুড়ে ছিল উৎসবের আমেজ। কেক কাটার মুহূর্তে শিক্ষার্থীদের উচ্ছ্বাস আর হাততালিতে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। শিশুদের মুখে আনন্দের হাসি আয়োজনটিকে আরও প্রাণবন্ত করে তোলে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একাডেমির চেয়ারম্যান জনাব মহিউদ্দিন।
এছাড়াও উপস্থিত ছিলেন, একাডেমির শিক্ষকবৃন্দ, অভিভাবকগণ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, স্বল্প সময়ের মধ্যেই কামালপুর মহিউদ্দিন একাডেমি এলাকায় একটি আস্থার শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে পরিচিতি লাভ করেছে। শিশুদের নৈতিক শিক্ষা, শৃঙ্খলা ও মানসম্মত পাঠদানে প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।একাডেমির পক্ষ থেকে জানানো হয়, শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি মানসিক বিকাশ ও আনন্দঘন পরিবেশ তৈরির লক্ষ্যেই এ ধরনের আয়োজন করা হয়। ভবিষ্যতেও শিক্ষার্থীদের জন্য আরও শিক্ষামূলক ও আনন্দদায়ক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
অভিভাবকরাও এমন আয়োজনের প্রশংসা করে বলেন, পড়ালেখার পাশাপাশি শিশুদের আনন্দ ও সৃজনশীলতা বিকাশে এ ধরনের অনুষ্ঠান অত্যন্ত ইতিবাচক ভূমিকা রাখে। ২য় বর্ষপূর্তির এই আনন্দঘন আয়োজনের মাধ্যমে কামালপুর মহিউদ্দিন একাডেমি শিশুদের শিক্ষার পাশাপাশি আনন্দময় শৈশব গড়ে তোলার প্রত্যয়ে আরও এক ধাপ এগিয়ে গেল—এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা।



Discussion about this post