
স্টাফ রিপোর্টার, খায়রুল ইসলাম অভি:- সাভার বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক অবিস্মরণীয় অধ্যায়ের পরিসমাপ্তি ঘটেছে। আপোষহীন নেতৃত্ব, দৃঢ় মনোবল ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে অগ্রণী ভূমিকা রাখা সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গোটা জাতি গভীর শোক ও বেদনায় মুহ্যমান। তাঁর প্রয়াণে দেশের সর্বস্তরের মানুষ হারিয়েছে এক সংগ্রামী নেত্রীকে, যিনি ছিলেন লক্ষ কোটি মানুষের আশা-ভরসার প্রতীক। এই শোকাবহ মুহূর্তে মরহুমার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতের আয়োজন করেছে বাংলাদেশ আন্তঃজেলা ট্রাক, কাভারভ্যান ও মিনি ট্রাক চালক-শ্রমিক ইউনিয়ন। সোমবার (তারিখ উল্লেখযোগ্য হলে যুক্ত করা যাবে) সাভারের গেন্ডা শাখার উদ্যোগে আয়োজিত এ দোয়া মাহফিলে সংগঠনের নেতৃবৃন্দ, শ্রমিক সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন। দোয়া মাহফিলে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের স্বাধীনতা-উত্তর রাজনৈতিক ইতিহাসের এক সাহসী ও আপোষহীন নেতৃত্বের নাম। স্বৈরাচারবিরোধী আন্দোলন থেকে শুরু করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার প্রতিটি সংগ্রামে তিনি ছিলেন অগ্রসারিতে। তাঁর নেতৃত্ব ও ত্যাগ জাতি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়নের সভাপতি মোঃ জজ আলি। তিনি তাঁর বক্তব্যে বলেন, “বেগম খালেদা জিয়া শুধু একটি রাজনৈতিক দলের নেত্রী ছিলেন না, তিনি ছিলেন দেশের সাধারণ মানুষের অধিকার আদায়ের প্রতীক। তাঁর শূন্যতা কখনো পূরণ হওয়ার নয়। সিনিয়র সহ-সভাপতি হাজী মোঃ নুরুল ইসলাম । মোহাম্মদ আলী ৯ নং ওয়ার্ড বিএনপি মোঃ আব্দুল হোসেন ইউসুফ ৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী ইউনিয়নের সেক্রেটারি ইব্রাহিম মিয়া বাহাদুর বলেন, “দেশের শ্রমজীবী মানুষ বিশেষ করে পরিবহন খাতের শ্রমিকরা বেগম খালেদা জিয়াকে সবসময় নিজেদের অভিভাবক হিসেবে দেখেছে। তাঁর প্রয়াণে আমরা এক মাতৃসুলভ নেতৃত্বকে হারালাম।” দোয়া ও মোনাজাতে মরহুমার রুহের মাগফিরাত কামনা করা হয় এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার ও দেশবাসীর প্রতি গভীর সমবেদনা জানানো হয়। একই সঙ্গে দেশ ও জাতির শান্তি, স্থিতিশীলতা এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য বিশেষ মোনাজাত করা হয়। উল্লেখ্য, বাংলাদেশ আন্তঃজেলা ট্রাক, কাভারভ্যান ও মিনি ট্রাক চালক-শ্রমিক ইউনিয়ন, গেন্ডা শাখা, সাভার, ঢাকা-১৩৪০ দীর্ঘদিন ধরে শ্রমিক অধিকার রক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছে। জাতির এই শোকের সময়ে সংগঠনটির পক্ষ থেকে আয়োজিত দোয়া মাহফিল মরহুম নেত্রীর প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে বিবেচিত হচ্ছে।



Discussion about this post