
বশিরুল আলম, আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) থেকে:- বাংলাদেশের আঞ্চলিক সাংবাদিকতার অগ্রপথিকদের একজন সরদার আল আমীন আজ তাঁর জন্মদিন উদযাপন করছেন। সাংবাদিকতা, সাহিত্য ও সমাজসেবায় বহুমাত্রিক অবদানের জন্য তিনি এ অঞ্চলের মানুষের কাছে এক পরিচিত ও সম্মানিত নাম। ১৯৭০ সালের ৪ জানুয়ারি চুয়াডাঙ্গা সদর উপজেলার দৈলৎদিয়াড় গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। পিতা মো. ইদ্রিস আলী সরদার ও মাতা শিরিন সরদারের আদর্শে গড়ে ওঠা সরদার আল আমীন অল্প বয়সেই সাংবাদিকতার সঙ্গে যুক্ত হন। দীর্ঘ পরিশ্রম ও নিষ্ঠার মাধ্যমে তিনি দৈনিক মাথাভাঙ্গার প্রকাশক ও সম্পাদক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। তাঁর নেতৃত্বে দৈনিক মাথাভাঙ্গা চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া ও ঝিনাইদহ অঞ্চলের মানুষের কণ্ঠস্বর হিসেবে ব্যাপক গ্রহণযোগ্যতা অর্জন করেছে। ২০২৫ সালের ১০ জুন পত্রিকাটি ৩৫ বছরে পদার্পণ করে, যা তাঁর সাংবাদিকতাপ্রেম ও অধ্যবসায়ের অনন্য দৃষ্টান্ত। সাংবাদিকতার পাশাপাশি তিনি একজন কবি ও সাংস্কৃতিক সংগঠক। যৌথভাবে প্রকাশিত তাঁর কাব্যগ্রন্থ ‘ভালবাসা গেছে এই পথে’ ও ‘দেখা হলে বলতাম’ পাঠকমহলে প্রশংসিত। তিনি ভালবাসা প্রকাশনীর স্বত্বাধিকারী, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এবং একটি গ্রন্থাগারের সভাপতির দায়িত্ব পালন করছেন। সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য তিনি একাধিক সম্মাননা লাভ করেন, যার মধ্যে জিরো পয়েন্ট অ্যাওয়ার্ড এবং ‘শ্রেষ্ঠ সম্পাদক’ সম্মাননা উল্লেখযোগ্য। সততা, সাহস ও দায়বদ্ধতার সঙ্গে সাংবাদিকতাকে পেশার পাশাপাশি সামাজিক দায়িত্ব হিসেবে ধারণ করা সরদার আল আমীন আজও আঞ্চলিক সাংবাদিকতার এক অনুকরণীয় দৃষ্টান্ত। তাঁর জন্মদিনে শুভকামনা জানিয়েছেন সহকর্মী, পাঠক ও শুভানুধ্যায়ীরা।



Discussion about this post