
আল আমিন, নাটোর প্রতিনিধি :- আনুষ্ঠানিকভাবে প্রতীক বরাদ্দ না হলেও কলস প্রতীকে ভোট চাওয়ার অভিযোগ উঠেছে স্বতন্ত্র প্রার্থী তাইফুল ইসলাম টিপুর বিরুদ্ধে। গত দুইদিন আগে টিপুর এক সমর্থকের ফেসবুক আইডি থেকে একটি ভিডিও আপলোড করা হলে তা দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। তৈরি হয় আলোচনা-সমালোচনার। ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, লালপুর উপজেলার গোপালপুর বাজার এলাকায় নির্বাচনী গণসংযোগে অংশ নেন স্বতন্ত্র প্রার্থী তাইফুল ইসলাম টিপু।এ সময় তার পেছনে থাকা সমর্থকরা মাথায় কলস নিয়ে ‘কলস’ প্রতীকে ভোট চেয়ে স্লোগান দিতে থাকেন। তবে নির্বাচন আচরণবিধি অনুযায়ী, প্রতীক বরাদ্দের আগেই নির্দিষ্ট প্রতীকে ভোট চাওয়া সরাসরি আচরণবিধি লঙ্ঘনের শামিল। এ বিষয়ে জানতে চাইলে স্বতন্ত্র প্রার্থী ও বিএনপি নেতা তাইফুল ইসলাম টিপু সাংবাদিকদের বলেন, ‘বিষয়টি সমর্থকদের ভুলবশত হয়ে গেছে। এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো প্রতীক বরাদ্দ পাইনি। লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা জুলহাস হোসেন জানান, অভিযোগের বিষয়ে পড়ে জানতে পারবেন। নাটোরের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আসমা শাহীন বলেন, ‘ঘটনাটি আমাদের নজরে এসেছে। বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।



Discussion about this post