প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ৮, ২০২৬, ৫:০৫ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ৫, ২০২৬, ৫:১৫ পূর্বাহ্ণ
আলমডাঙ্গায় বিএনপির নির্বাচন পরিচালনা কমিটি গঠন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক তৎপরতা জোরদার

বশিরুল আলম,আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) থেকে:- আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আলমডাঙ্গায় সাংগঠনিক কার্যক্রম জোরদার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। নির্বাচনে দলীয় প্রতীক ধানের শীষের বিজয় নিশ্চিত করতে আলমডাঙ্গা উপজেলা ও পৌর বিএনপির পৃথক নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।দলীয় সূত্রে জানা গেছে, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সভাপতি শহিদুল কাউনাইন টিলুকে আহ্বায়ক করে উপজেলা বিএনপির নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। একই সঙ্গে পৌর বিএনপির সভাপতি আজিজুর রহমান পিন্টুকে আহ্বায়ক করে পৌর বিএনপির নির্বাচন পরিচালনা কমিটি ঘোষণা করা হয়েছে।
নেতাকর্মীরা জানান, এই সমন্বিত নির্বাচন পরিচালনা কমিটি ভোটারদের কাছে দলের বার্তা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তৃণমূল পর্যায়ে সাংগঠনিক শক্তি বৃদ্ধি, ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ এবং নির্বাচনী কৌশল বাস্তবায়নের মাধ্যমে ধানের শীষের পক্ষে জনমত গড়ে তোলাই কমিটির মূল লক্ষ্য।
আলমডাঙ্গা বিএনপির নেতারা আশা প্রকাশ করে বলেন, অভিজ্ঞ ও ত্যাগী নেতাদের সমন্বয়ে গঠিত এই নির্বাচন পরিচালনা কমিটি নির্বাচনী মাঠে সক্রিয় ভূমিকা পালন করবে এবং ধানের শীষের বিজয়কে ত্বরান্বিত করবে।স্থানীয় রাজনৈতিক অঙ্গনে এই কমিটি গঠনকে আসন্ন নির্বাচনের প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রুহুল আমিন রতন | মোবাঃ ০১৯১৫-০৯১৫২৯ , ০১৮৫৮-৩১০৮৩৫
© সম্পাদক ও প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত !! Email: [email protected]