
বশিরুল আলম,আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) থেকে:- বেলগাছি ইউনিয়নের শিক্ষা অঙ্গনে এক আবেগঘন মুহূর্তের সাক্ষী হলো এলাকাবাসী। প্রয়াত সাবেক চেয়ারম্যান ও বিশিষ্ট শিক্ষানুরাগী মরহুম আব্দুল ওহাব মিয়ার হাতে গড়া স্বপ্নের বিদ্যালয় পরিদর্শনে এলেন তাঁর সন্তানরা। কানাডা প্রবাসী প্রকৌশলী ওহাব মিয়ার ছেলে আবদুল ওয়াদুদ এবং মেয়ে শিরিন আক্তার বিদ্যালয় প্রাঙ্গণে উপস্থিত হন। বাবার স্মৃতি বিজড়িত এই শিক্ষাপ্রতিষ্ঠানে পা রেখেই আবেগে আপ্লুত হয়ে পড়েন তাঁরা। পরিদর্শনকালে তাঁরা বিদ্যালয়ের শ্রেণিকক্ষ, শিক্ষক কক্ষ, খেলার মাঠসহ সার্বিক অবকাঠামো ঘুরে দেখেন। শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম এবং বিদ্যালয়ের বর্তমান পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেন তাঁরা। পরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম মোল্লার সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন।এ সময় প্রধান শিক্ষক মরহুম আব্দুল ওহাব মিয়ার অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
তিনি বলেন, “এই বিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি মরহুম ওহাব মিয়ার স্বপ্ন ও আদর্শের প্রতিচ্ছবি। তাঁর সন্তানদের আজ এখানে উপস্থিতি আমাদের জন্য গর্বের ও অনুপ্রেরণার।
”সন্তানদের পক্ষ থেকে আবদুল ওয়াদুদ বলেন, “বাবা আজ আমাদের মাঝে নেই, তবে তাঁর স্বপ্ন আজও জীবন্ত। এই বিদ্যালয় দেখে মনে হলো বাবার চিন্তা ও শ্রম কখনো বৃথা যায়নি।” শিরিন আক্তারও বিদ্যালয়ের উত্তরোত্তর উন্নয়ন ও শিক্ষার মান বৃদ্ধিতে সহযোগিতার আশ্বাস দেন।স্থানীয়দের মতে, প্রবাসে থেকেও বাবার হাতে গড়া শিক্ষা প্রতিষ্ঠানের খোঁজখবর নেওয়া এবং সরাসরি পরিদর্শন করা নতুন প্রজন্মের জন্য এক অনুকরণীয় দৃষ্টান্ত। এ পরিদর্শন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসীর মাঝে নতুন আশার সঞ্চার করেছে।



Discussion about this post