
নিজস্ব প্রতিবেদক:- দেশের প্রচলিত আইন ভেঙে পৈতৃক সম্পত্তি থেকে ছোট ভাইকে বঞ্চিত করার অভিযোগ উঠেছে বড় ভাই মনির হোসেন সরকার (৫৫), ও তার ছেলে আবিদ সরকারের (১৯) বিরুদ্ধে। এ বিষয়ে জিএমপির সদর থানায় অভিযোগ দায়ের করেছেন মৃত গাজীউর রহমান সরকারের ছেলে মোঃ আমির হোসেন সরকার (৫৮)। ঘটনাটি ঘটেছে গাজীপুর শহরের ২৮ নং ওয়ার্ড হাক্কানী হাউজিং সোসাইটি, উত্তর ছায়াবিথী এলাকায়। অভিযুক্তরা হলেন- একই এলাকার উভয় পিতা মৃত গাজীউর রহমান সরকারের বড় ছেলে মনির হোসেন সরকার (৫৫), ও তার ভাতিজা আবিদ সরকার (১৯)।
উল্লেখিত অভিযোগ সূত্রে জানা যায়, আমির হোসেন সরকারের আরেক সহোদর ভাই জাকির হোসেন সরকারকে (৪৮) তাদের বড় ভাই মনির হোসেন সরকার পৈত্রিক সম্পত্তির বাড়ীর অংশ থেকে বঞ্চিত ও উচ্ছেদ করার জন্য নানা ভাবে চেষ্টা করছেন। শুধু উচ্ছেদই নয় বড় ভাই মনির হোসেন সরকার ও তার ছেলে আবিদ সরকার যোগসাজস করে বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত থেকে ছোট ভাই আমির হোসেন সরকারের পরিবারিক জানমালের ক্ষতি ও হয়রানী চেষ্টায় লিপ্ত রয়েছেন।
অভিযোগ সূত্রে আরো জানা যায়, অভিযুক্ত মনির হোসেন সরকার আমির হোসেন সরকারের সামাজিক অবস্থান পুঁজি করে আত্মীয় স্বজনদের থেকে বিভিন্ন কৌশলে অন্যায় অবৈধভাবে টাকা হাতিয়ে নেয়। এছাড়াও বিভিন্ন ছলচাতরীর মাধ্যমে তাদের সম্পদ থেকে বঞ্চিত করতে পায়তারা করছেন বলে অভিযোগ করেন তারা। প্রাপ্য অংশ চাইলে তাদের নানাভাবে ভয়ভীতি ও হুমকি দেওয়ার কথাও জানান আমির হোসেন সরকার।
ঘটনা এখানেই শেষ নয়, মনির হোসেন সরকার বিভিন্ন প্রভাবশালী রাজনৈতিক ও প্রশাসনিক কর্মকর্তার নাম ভাঙিয়ে প্রভাববিস্তার করে পৈতৃক বাড়ির অংশ থেকে আরেক ভাই জাকির হোসেন সরকারকে উচ্ছেদ করে বাড়ির বিভিন্ন ফ্ল্যাট ও বাসার ভাড়াটিয়াদের কাছ থেকে জোরপূর্বক ভাড়া আদায় করে একাই হাতিয়ে নিচ্ছেন। তাছাড়া গোপনে বাড়ি ফ্ল্যাট অন্যত্র বিক্রির পায়তারা করছেন অভিযোগ উঠেছে মনির হোসেন সরকারের বিরুদ্ধে। তার এসব হীন কর্মকান্ডে বাধা দিলে প্রায় সময় বাড়ির নানান আসবাবপত্র ভাংচুরসহ বিভিন্ন জিনিসপত্রের ক্ষতি সাধন করতে থাকে।
এমতাবস্থায় গত ২৬ ডিসেম্বর দুুপুরে পূর্ব শত্রুতা জের ধরে হাক্কানী সোসাইটি বাড়ীতে সন্ত্রাসী প্রকৃতির লোকজনসহ অনাধিকার প্রবেশ করে আমির হোসেন সরকার ও তার আরেক ভাই জাকির হোসেন সরকারকে স্বপরিবারসহ বাড়ি থেকে জোরপূর্বব বের করে দেওয়ার চেষ্টা করা হয়। ভুক্তভোগী আমির হোসেন সরকার আশঙ্কা প্রকাশ করে অভিযোগে উল্লেখ করেন, তার বড় ভাই মনির হোসেন সরকার ও তার ছেলে আবিদ সরকার যেকোনো সময় পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত ও ফ্লাট দখল করে আত্মসাৎ করাসহ তার জানমালের বড় ধরনের ক্ষতি করতে পারেন। বর্তমানে তিনি তাদের ভয়ে স্বপরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।



Discussion about this post