
বশিরুল আলম,আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি:- আলমডাঙ্গার পরিবহন খাতের পরিচিত মুখ, স্টেশনপাড়ার বিশিষ্ট পরিবহন ব্যবসায়ী ও মুক্তা পরিবহনের স্বত্বাধিকারী নুরুল ইসলাম নুরু মিয়া আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর ইন্তেকালে আলমডাঙ্গার ব্যবসায়ী সমাজসহ সর্বস্তরের মানুষের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।পারিবারিক সূত্রে জানা যায়, রোববার (৪ জানুয়ারি) সকাল ৭টার দিকে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। অবস্থার অবনতি হলে তাকে দ্রুত কুষ্টিয়া নেওয়ার পথে বেলা ১২টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।মরহুম নুরুল ইসলাম ১৯৭০ সালের এসএসসি পরীক্ষার্থী ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি আলমডাঙ্গা স্টেশনপাড়া এলাকায় পরিবহন ব্যবসার সঙ্গে যুক্ত থেকে সততা ও নিষ্ঠার সঙ্গে ব্যবসা পরিচালনা করে সবার আস্থা অর্জন করেন। পরিবহন অঙ্গনে তিনি ছিলেন একজন গ্রহণযোগ্য ও সম্মানিত ব্যক্তিত্ব। তার ইন্তেকালে ৭০ ব্যাচের সহপাঠীরা, এ্যাড, আলফাজ উদ্দিন, কলেজপাড়া রেইনবো ক্লাবের সাবেক কর্মকর্তারা গভীর শোক প্রকাশ করেন। খবর ছড়িয়ে পড়লে স্টেশনপাড়ার বাসিন্দা ছাড়াও আলমডাঙ্গা বাস-ট্রাক মালিক সমিতির কর্মকর্তা, ব্যবসায়ী নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ তাকে শেষবারের মতো এক নজর দেখার জন্য ছুটে আসেন। এসময় আলমডাঙ্গা বণিক সমিতির সভাপতি আরেফিন মিয়া মিলন, সাধারণ সম্পাদক খন্দকার আব্দুল্লাহ আল মামুন, সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন আহমেদ, মসজিদ মার্কেটের ব্যবসায়ীবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জানান। রোববার রাত ৮টায় আলমডাঙ্গা দারুস সালাম ঈদগাহ মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় অংশ নেন আলমডাঙ্গা স্টেশনপাড়া জামে মসজিদের সভাপতি লিয়াকত আলী লিপু মোল্লা, মাদ্রাসা কমিটির সভাপতি ও সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইলিয়াস হোসেন, পৌরসভার সাবেক কাউন্সিলর শরিফুল ইসলাম, বণিক সমিতির সভাপতি আরেফিন মিয়া মিলন, হারদী মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুস সাত্তার খান, সাবেক কাউন্সিলর সিরাজুল ইসলাম, সাবেক প্রধান শিক্ষক আমিনুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। জানাজা শেষে দারুস সালাম কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হয়। মরহুম নুরুল ইসলামের মৃত্যুতে আলমডাঙ্গা এক সৎ, কর্মঠ ও মানবিক ব্যবসায়ীকে হারাল—যার শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়।



Discussion about this post