
বশিরুল আলম, আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা):- সড়কে শৃঙ্খলা ফেরানো ও দুর্ঘটনা প্রতিরোধে চুয়াডাঙ্গায় পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে মোটরযান আইনের বিভিন্ন ধারায় ৩৭ জন চালককে জরিমানা করা হয়েছে। এ অভিযানে মোট আদায় করা হয়েছে ১ লাখ ৬৬ হাজার টাকা। রোববার (৪ জানুয়ারি) সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত টানা এ অভিযান পরিচালিত হয়। শহরের চারটি গুরুত্বপূর্ণ চেকপোস্ট—ভালাইপুর, বড়বাজার হাসান চত্বর, কোর্ট মোড় ও একাডেমি মোড়ে এই যৌথ অভিযান চালানো হয়। অভিযান চলাকালে লাইসেন্সবিহীন মোটরসাইকেল চালানো, হেলমেট ব্যবহার না করা, ট্রিপল রাইডিংসহ বিভিন্ন ধরনের ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে চালকদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়। বিশেষ করে লাইসেন্স ও হেলমেটবিহীন মোটরসাইকেল চালকদের প্রতি কঠোর অবস্থান নেয় আইনশৃঙ্খলা বাহিনী।
এসময় বাস, ট্রাক, মাইক্রোবাসসহ বিভিন্ন ধরনের যানবাহন তল্লাশি করা হয়। যানবাহনের কাগজপত্র যাচাইয়ের পাশাপাশি চালকদের ট্রাফিক আইন মেনে চলার বিষয়ে সতর্ক করা হয়। জেলা পুলিশ সূত্র জানায়, সড়ক দুর্ঘটনা হ্রাস, যানজট নিয়ন্ত্রণ এবং চালকদের মধ্যে আইন মেনে গাড়ি চালানোর সচেতনতা বাড়াতে এই যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে। শহরের শৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও পুলিশ ও সেনাবাহিনীর সমন্বয়ে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়। অভিযানে নেতৃত্ব দেন সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার হুমায়ুন। পুলিশের পক্ষে উপস্থিত ছিলেন ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) হাসান ও টিআই সোহেল, সার্জেন্ট নবাব, টিএসআই ইউনুসসহ সেনাবাহিনী ও পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা।স্থানীয়রা জানান, এ ধরনের নিয়মিত অভিযান সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে আইন মানার সংস্কৃতি গড়ে উঠবে বলেও আশা প্রকাশ করেন তারা।



Discussion about this post