
বশিরুল আলম, আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার শ্রীনগর মাঠে অবৈধভাবে পুকুরের মাটি কাটা ও পরিবহনের দায়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে মোট ৬০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছেন। সোমবার ( ৫ ডিসেম্বর ) আলমডাঙ্গা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এস এম শাহেনেয়াজ মেহেদি এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, শ্রীনগর এলাকায় অবৈধভাবে মাটি কাটার অভিযোগ পেয়ে সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযোগের সত্যতা পান। এরপর ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে পুকুর থেকে মাটি কাটা ও তা পরিবহনের অপরাধে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৪ ধারার লঙ্ঘনের দায়ে তিনজনকে অর্থদণ্ড প্রদান করা হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন— ১. মো. ফারুক হোসেন (পিতা: নুর আলী মন্ডল), গ্রাম: হরিনাকুন্ডু, জেলা: ঝিনাইদহ— ২৫,০০০ টাকা। ২. মো. আরিফ (পিতা: মো. মন্টু), গ্রাম: হরিনাকুন্ডু, জেলা: ঝিনাইদহ— ২৫,০০০ টাকা এবং ৩. লিমন (পিতা: টুটুল হোসেন), গ্রাম: কুমারী, উপজেলা: আলমডাঙ্গা, জেলা: চুয়াডাঙ্গা— ১০,০০০ টাকা। এসময় রাস্তায় ব্যবহৃত ট্রাক্টরগুলোর কাগজপত্র যাচাই করে জরিমানা আদায় করা হয়। সর্বমোট ৬০ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়। সহকারী কমিশনার (ভূমি) এ এস এম শাহেনেয়াজ মেহেদি বলেন, “জনস্বার্থবিরোধী ও পরিবেশবিধ্বংসী যেকোনো কর্মকাণ্ডে জড়িতদের আইনের আওতায় আনা হবে। এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।”



Discussion about this post