
হানিফ পাঠান, গাজীপুর : টঙ্গী পূর্ব থানা বিএনপির উদ্যোগে বাংলাদেশের সাবেক তিন বারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় এক বিশাল দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল (৫,জানুয়ারি) সোমবার দুপুরে টঙ্গী আমজাদ আলী সরকার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-২ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এবং গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম. মঞ্জুরুল করিম রনি। তিনি তার বক্তব্যে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক ত্যাগ ও দেশপ্রেমের কথা স্মরণ করে বলেন,”বেগম খালেদা জিয়া ছিলেন আপসহীন গণতন্ত্রের প্রতীক। তাঁর অভাব পূরণ হবার নয়।” তিনি মরহুমার রুহের মাগফেরাত কামনায় দেশবাসীর কাছে দোয়া চান। উক্ত মাহফিলটি টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক গাজী সালাউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ও স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন: কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আরিফ হোসেন হাওলাদার, খাদিজা আক্তার বীনা সাধারণ সম্পাদক গাজীপুর মহানগর মহিলা দল, টঙ্গী পূর্ব থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সফি উদ্দিন সফি, সাজেদুল ইসলাম আহ্বায়ক গাজীপুর মহানগর যুবদল, ফয়সাল আহমেদ যুগ্ম আহ্বায়ক, আকবর হোসেন ফারুক আহ্বায়ক টঙ্গী পূর্ব থানা যুবদল, সিরাজুল ইসলাম সাথী সদস্য সচিব টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দল। এছাড়াও টঙ্গী পূর্ব থানা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এই দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন। আলোচনা সভা শেষে মরহুমা বেগম খালেদা জিয়ার জীবনের গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোকপাত করা হয়। এরপর তাঁর বিদেহী আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাত শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।



Discussion about this post