প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ৯, ২০২৬, ১:৩৮ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ৬, ২০২৬, ৮:২৯ পূর্বাহ্ণ
ইউএনও ও পৌর প্রশাসক পান্না আক্তারের উদ্যোগে আলোকিত হচ্ছে আনন্দধাম

বশিরুল আলম, আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) থেকে:- দীর্ঘদিনের অন্ধকার কাটিয়ে আলোর মুখ দেখছে আলমডাঙ্গা পৌরসভার ৪নং ওয়ার্ডের আনন্দধাম এলাকা। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও পৌর প্রশাসক পান্না আক্তার-এর উদ্যোগে আনন্দধাম প্রধান সড়ক ও তৎসংলগ্ন গলি পথগুলোতে সড়ক বাতি স্থাপন কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, দীর্ঘ সময় ধরে ওই এলাকার প্রধান সড়ক ও আশপাশের গলিপথগুলো সড়ক বাতিবিহীন থাকায় সন্ধ্যার পর পুরো এলাকা অন্ধকারে ডুবে যেত। এতে সাধারণ মানুষের চলাচলে চরম ভোগান্তির পাশাপাশি চুরি-ছিনতাইসহ নানা নিরাপত্তাজনিত আশঙ্কা তৈরি হচ্ছিল।এর আগে আনন্দধাম নাগরিক পরিষদের পক্ষ থেকে পূর্ববর্তী ইউএনও ও পৌর প্রশাসকের কাছে একাধিকবার বিষয়টি অবহিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছিল। তবে বাস্তব উদ্যোগ দেখা যায়নি। অবশেষে বর্তমান ইউএনও ও পৌর প্রশাসক পান্না আক্তার দায়িত্ব গ্রহণের পর এলাকাবাসীর দীর্ঘদিনের এই দাবি বাস্তবায়নের উদ্যোগ নেন। আজ শুরু হওয়া সড়ক বাতি প্রতিস্থাপন কার্যক্রমে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ও সন্তোষ প্রকাশ লক্ষ্য করা গেছে। স্থানীয়রা জানান, সড়ক বাতি স্থাপনের ফলে রাতের বেলায় নিরাপদ চলাচল নিশ্চিত হবে এবং সামগ্রিকভাবে এলাকার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার হবে। এ সময় আনন্দধাম নাগরিক পরিষদের সভাপতি শাহ হামিদুল হক সরেজমিনে উপস্থিত থেকে সড়ক বাতি স্থাপন কার্যক্রম প্রত্যক্ষ করেন। তিনি বলেন, “দীর্ঘদিন ধরে এলাকাবাসী যে সমস্যার মুখোমুখি ছিল, আজ তার সমাধান শুরু হলো। এজন্য বর্তমান ইউএনও ও পৌর প্রশাসক পান্না আক্তার মহোদয়কে আন্তরিক ধন্যবাদ জানাই।” এলাকাবাসী আশা প্রকাশ করেন, এ উদ্যোগের ধারাবাহিকতায় ভবিষ্যতেও আলমডাঙ্গা পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে প্রয়োজনীয় উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম আরও বেগবান হবে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রুহুল আমিন রতন | মোবাঃ ০১৯১৫-০৯১৫২৯ , ০১৮৫৮-৩১০৮৩৫
© সম্পাদক ও প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত !! Email: [email protected]