প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১০, ২০২৬, ১:১৮ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ৬, ২০২৬, ৮:৩০ পূর্বাহ্ণ
চুয়াডাঙ্গায় যৌথ অভিযানে ককটেল বোমা ও মাদক উদ্ধার, গ্রেফতার নূরনগরের এরিন বাদশা

বশিরুল আলম,আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) থেকে:- চুয়াডাঙ্গায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ বিস্ফোরক ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এ সময় ১৫টি ককটেল বোমা ও ২৩০ পিস ট্যাপেন্ডা ট্যাবলেটসহ নূরনগর এলাকার এরিন বাদশা নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার (৬ জানুয়ারি) ভোর রাতে চুয়াডাঙ্গা আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন সৌমিক আহমেদ অয়ন-এর নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে গঠিত একটি যৌথ আভিযানিক দল চুয়াডাঙ্গা পৌর এলাকার নূরনগর গ্রামে এরিন বাদশার নিজ বাসভবনে অভিযান পরিচালনা করে। অভিযানে তার বসতঘর থেকে এসব ককটেল বোমা ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়। যৌথ বাহিনী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় উদ্ধারকৃত ককটেল বোমাগুলো তাৎক্ষণিকভাবে নিরাপদ হেফাজতে নেওয়া হয় এবং উদ্ধার হওয়া ট্যাপেন্ডা ট্যাবলেট জব্দ করা হয়।স্থানীয়দের মতে, অভিযানের পর এলাকায় স্বস্তি ফিরে এসেছে। দীর্ঘদিন ধরে ওই এলাকায় অপরাধমূলক তৎপরতা নিয়ে আতঙ্ক বিরাজ করছিল বলে তারা জানান। গ্রেফতারকৃত এরিন বাদশার বিরুদ্ধে বিস্ফোরক ও মাদকদ্রব্য আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। উদ্ধারকৃত আলামতসমূহ পরবর্তী তদন্তের জন্য থানায় হস্তান্তর করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, অপরাধ ও মাদক নির্মূলে এ ধরনের যৌথ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রুহুল আমিন রতন | মোবাঃ ০১৯১৫-০৯১৫২৯ , ০১৮৫৮-৩১০৮৩৫
© সম্পাদক ও প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত !! Email: [email protected]