প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ৯, ২০২৬, ৯:৫৫ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ৬, ২০২৬, ১:৩৮ অপরাহ্ণ
নাটোরের ৪১ কারাবন্দী পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদানে আগ্রহ প্রকাশ

আল আমিন, নাটোর প্রতিনিধি :- আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলা কারাগারে অবস্থানরত ৪১ কারাবন্দী ভোট প্রদানে আগ্রহ প্রকাশ করেছেন। তাদের ভোট গ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে নাটোর জেলায় ৪১ কারাবন্দীর নিবন্ধন কার্যক্রম সম্পুর্ণ করা হয়েছে। নির্বাচন কমিশনের নির্ধারিত সফটওয়্যারে যুক্ত হয়ে কারা কর্তৃপক্ষ এই নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করেছে। নিবন্ধনের পুরো প্রক্রিয়া শেষ হলে পরবর্তীতে এসব বন্দী আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদান করতে পারবেন। কারাবন্দীদের মধ্যে থেকে স্বত:স্ফুর্তভাবে ভোট প্রদানে আগ্রহ প্রকাশ করেছেন এমন বন্দীদেরই ভোট নিবন্ধন করা হচ্ছে বলে জানিয়েছে নাটোর জেলা কারা কর্তৃপক্ষ। জেলা কারাগার সূত্রে জানা যায়, নাটোর জেলা কারাগারে বর্তমানে বন্দীর সংখ্যা ৭৭৭ জন। এরমধ্যে ১৯ নারীসহ হাজতির সংখ্যা ৫৫৫ জন এবং চার নারীসহ কয়েদির সংখ্যা ২২২ জন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রথমবারের মত কারাবন্দীদের ভোট প্রদানের সুযোগ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এই ঘোষণার প্রেক্ষাপটে কারাগার কর্তৃপক্ষ আটক হাজতি ও কয়েদিদের ভোট প্রদানে উদ্বুদ্ধ করে। বিগত সময়ে এই ধরনের কোন সুযোগ না থাকায় কারাবন্দীরা ভোট দিতে পারতোনা।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রুহুল আমিন রতন | মোবাঃ ০১৯১৫-০৯১৫২৯ , ০১৮৫৮-৩১০৮৩৫
© সম্পাদক ও প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত !! Email: [email protected]