
গাজীপুর (কাপাসিয়া) প্রতিনিধি:- অবৈধ মাটি কাটতে গেলে স্থানীয় জনগণ প্রতিরোধ গড়ে তোলে অবশেষে পুলিশের সহযোগিতায় মাটি কাটার ভেকু জব্দ। গাজীপুরের কাপাসিয়া উপজেলার সনমানিয়া ইউনিয়নের গাবতলী বাজারের পাশে বড় কান্দি গ্রামে এ ঘটনা ঘটে। ৫ জানুয়ারি সোমবার গভীর রাতে সনমানিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বরকান্দি গ্রামের বাসিন্দা মাইনুদ্দিনের ফসলি জমি থেকে জোরপূর্বক ভেকু ব্যবহার করে মাটি কাটা শুরু করে স্থানীয় কিছু প্রভাবশালী মহল, মাহফুজের নেতৃত্বে এলাকাবাসী ও জমির মালিক বাধা দিলেও তাদের বাধা কে উপেক্ষা করে তারা ড্রাম ট্রাক ব্যবহার করে ফসলি জমির উপর দিয়ে মাটি নেওয়া শুরু করে, কোন অবস্থাতেই যখন তারা এই মাটিকাটা কে বন্ধ করতে পারছিল না অবশেষে থানায় ফোন করে থানা থেকে পুলিশ আসে এবং তাদের ব্যবহারিত ভেকু জব্দ করে। মাইনুদ্দিন পিতা: মৃত আহমদ আলী, বাদল পিতা: সিরাজ উদ্দিন ও শাহীন তাদের ধান চাষের জন্য তৈরি করা জমি উপর দিয়ে ড্রাম ট্রাক চলাচল করায় তাদের ফসলি জমির ক্ষতি হয়। তারা অভিযোগ করেন, বোরো চাষের জন্য তৈরি করা জমির উপর দিয়ে যদি এভাবে ড্রাম ট্রাক চলে তাহলে আমরা ফসল উৎপাদন করতে পারব না আমাদের ব্যাপক ক্ষতি হবে আমরা তাদেরকে বারবার বুঝানোর পরেও তারা মাটিকাটা বন্ধ করছে না। কারামাটি কাটে প্রশ্ন করলে তারা বলেন মূর্খ কামাল, বিনা ভোটের চেয়ারম্যান আল আমিন, এবং রতন এরা বিগত আওয়ামী লীগের আমলে দলীয় প্রভাব খাটিয়ে মাটির ব্যবসা করে লক্ষ লক্ষ টাকা কামিয়েছে তাদের এই লোভ এখনো রয়ে গেছে, এই কারণে এখনো মাটিকাটা শুরু করছে কৃষকের ক্ষতি তাদের চিন্তার বিষয় না তারা কিভাবে টাকা উপার্জন করবে সেটাই তাদের মূল বিষয়। কাপাসিয়া মাটি কাটার উৎসব এ ধরনের নিউজ একাধিক বার করা হলে স্থানীয় প্রশাসন নড়েচড়ে বসে, ইতিমধ্যে প্রতিরাতেই বিভিন্ন জায়গায় উপজেলা নির্বাহী অফিসার এবং সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্ট পরিচালনা করছে।



Discussion about this post