
বশিরুল আলম,আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি:- আলমডাঙ্গা থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫০ পিচ Tapentadol ট্যাবলেটসহ দুইজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।গতকাল ৬ জানুয়ারি ২০২৬ ইং তারিখ সন্ধ্যা আনুমানিক ৬টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা থানার এসআই (নিঃ) বাবলু খাঁন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ক্যাম্প এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানের একপর্যায়ে আলমডাঙ্গা থানাধীন স্টেশনপাড়া এলাকায় মনোয়ার মেডিকেল সার্ভিসেসের সামনে পাকা রাস্তার উপর থেকে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃতরা হলো— মোঃ রাসেল (২৫), পিতা- আব্দুল মজিদ, সাং- গোবিন্দপুর মন্ডলপাড়া এবং মোঃ কবির খান (২৫), পিতা- মোঃ ফিরোজ খান, সাং- ক্যানেলপাড়া। উভয়ের থানা আলমডাঙ্গা, জেলা চুয়াডাঙ্গা। পুলিশ তল্লাশি চালিয়ে তাদের হেফাজত থেকে ৫০ (পঞ্চাশ) পিচ Tapentadol ট্যাবলেট উদ্ধার করে। উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ তালিকাভুক্ত করে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়। এ ঘটনায় ধৃত আসামিদের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মামলা নং-০৭, তারিখ- ০৬/০১/২০২৬ ইং, ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬(১) ধারার সারণি ২৯(ক) অনুযায়ী মামলা রুজু করা হয়েছে। আলমডাঙ্গা থানা পুলিশ জানায়, মাদক নির্মূলে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে এবং মাদকের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।



Discussion about this post