
বশিরুল আলম,আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) থেকে:- আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য উপ-কমিটির সদস্য এবং ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগরওয়ালার স্ত্রী সবিতা আগরওয়ালার নামে থাকা বিপুল পরিমাণ জমি ও বাণিজ্যিক দোকান জব্দের আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত। ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ প্রদান করেন। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন। আদালতের আদেশ অনুযায়ী জব্দ হওয়া সম্পত্তির মধ্যে রয়েছে— চুয়াডাঙ্গা জেলায় ০.১১৪৭ একর ও ০.০৩২৫ একর জমি রাজশাহী জেলার বোয়ালিয়া এলাকায় থিম ওমর প্লাজায় নির্মাণাধীন মার্কেটের একটি দোকান ও জমি ঢাকা মহানগরীর রমনা থানাধীন সিদ্ধেশ্বরী মৌজায় ২৩৯.৩৭ বর্গফুটের একটি বাণিজ্যিক স্পেস দুদকের আবেদনে বলা হয়, ৫১ বছর বয়সী সবিতা আগরওয়ালা অসাধু উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ প্রায় ৪৫ কোটি ৭০ লাখ টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন ও ভোগদখলে রেখেছেন। এছাড়া নিজ নামে এবং তার স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে পরিচালিত ৮টি ব্যাংক হিসাবে প্রায় ২১৩ কোটি ২৮ লাখ টাকার অস্বাভাবিক লেনদেন হয়েছে বলেও অভিযোগ আনা হয়। দুদক এসব অভিযোগে একটি মামলা দায়ের করেছে। মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য ইতোমধ্যে একজন তদন্তকারী কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে।তদন্ত চলাকালে রেকর্ডপত্র ও অন্যান্য তথ্য পর্যালোচনায় দেখা গেছে, আসামি তার নামীয় ও স্বার্থ সংশ্লিষ্ট স্থাবর সম্পত্তি অন্যত্র হস্তান্তর বা বেহাত করার চেষ্টা করছেন। ফলে মামলা নিষ্পত্তির আগেই সম্পত্তি স্থানান্তর হয়ে গেলে রাষ্ট্রের অপূরণীয় ক্ষতির আশঙ্কা রয়েছে—এমন যুক্তিতে আদালতে জব্দের আবেদন জানানো হয়। আদালতের সিদ্ধান্ত দুদকের আবেদনের যুক্তি বিবেচনায় নিয়ে আদালত মামলার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত উল্লিখিত সম্পত্তিগুলো জব্দ রাখার নির্দেশ দেন।



Discussion about this post