
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি:- গাজীপুর-২ আসনে জোট প্রার্থী দাবি নিয়ে বিতর্ক, আলী নাসেরকে অস্বীকার জামায়াতের গাজীপুর-২ (সদর–টঙ্গী) আসনে জাতীয় নাগরিক পার্টির প্রার্থী এডভোকেট আলী নাসের নিজেকে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১০ দলীয় জোটের প্রার্থী হিসেবে পরিচয় দিলেও জামায়াতে ইসলামীর নেতারা তার এ দাবিকে ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন। জামায়াতে ইসলামীর একাধিক নেতা জানান, আলী নাসের ১০ দলীয় জোটের প্রার্থী নন এবং এখনো পর্যন্ত জোট থেকে তাকে চূড়ান্ত প্রার্থী হিসেবে ঘোষণা দেওয়া হয়নি। তারা আরও দাবি করেন, মনোনয়ন দাখিলের আগে আলী নাসেরের রাজনৈতিক কার্যক্রম বা প্রচারণা তাদের নজরে আসেনি। এ বিষয়ে গাজীপুর মহানগর জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক জামাল উদ্দিন দ্য ডেইলি ক্যাম্পাস-কে বলেন, “গাজীপুর-২ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী হোসেন আলী মনোনয়ন দাখিল করেছেন এবং তার মনোনয়ন বৈধ হয়েছে। জাতীয় নাগরিক পার্টি ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীরাও মনোনয়ন দাখিল করেছেন। ১০ দলীয় জোটের বিভিন্ন দলের প্রার্থীদের নিয়ে আলোচনা চলছে, তবে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।” এবিষয়ে ১০ দলীয় জোটের আরেক মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার আব্বাস আলী খান বলেন, এখনো এককভাবে জোট কাউকে মনোনয়ন দেননি। জোট প্রার্থী দিলে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হবে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করবো। জাতীয় নাগরিক পার্টির প্রার্থী এডভোকেট আলী নাসেরের বক্তব্য জানতে তার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি। এদিকে জোটের চূড়ান্ত প্রার্থী ঘোষণা না হওয়া সত্ত্বেও নিজেকে জোটের প্রার্থী হিসেবে পরিচয় দেওয়ায় গাজীপুর-২ আসনে রাজনৈতিক অঙ্গনে সমালোচনার সৃষ্টি হয়েছে। এ নিয়ে ১০ দলীয় জোটের নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ভিন্ন প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।



Discussion about this post