
স্টাফ রিপোর্টার, গাজীপুর :: বাংলাদেশ প্রেস কাউন্সিলের আয়োজনে গাজীপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অংশগ্রহণে দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার গাজীপুর সার্কিট হাউজ মিলনায়তনে অনুষ্ঠিত এই কর্মশালার প্রতিপাদ্য ছিল— ‘গণমাধ্যমের অপসাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন’। কর্মশালায় সভাপতিত্ব করেন গাজীপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আলম হোসেন। প্রধান রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব মো. আব্দুস সবুর।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক তানিয়া তাবাসসুম, গাজীপুর জেলার তথ্য অফিসার শামীমা নাসরিন, সহকারী তথ্য অফিসার মঈনুল হক এবং গাজীপুর প্রেসক্লাবের তত্ত্বাবধায়ক মণ্ডলীর আহ্বায়ক মো. এমরান খান।
কর্মশালায় বক্তব্য রাখেন গাজীপুর প্রেসক্লাবের তত্ত্বাবধায়ক মণ্ডলীর সিনিয়র সদস্য দেলোয়ার হোসেন, মাজহারুল ইসলাম মাসুম, সাংবাদিক নাসির আহমেদ, ইকবাল আহমেদ সরকার, রেজাউল বারী বাবুল, নজরুল ইসলাম আজহার, ফারদিন ফেরদৌস, ইফতেখার রায়হানসহ অন্যান্য সাংবাদিক নেতৃবৃন্দ।
বক্তারা অপসাংবাদিকতা প্রতিরোধে সাংবাদিকদের আরও দায়িত্বশীল ও সজাগ ভূমিকা পালনের আহ্বান জানান। কর্মশালায় জানানো হয়, শিগগিরই দেশের সাংবাদিকদের একটি পূর্ণাঙ্গ ডাটাবেজ প্রকাশ করা হবে, যেখানে প্রতিটি জেলার সাংবাদিকদের তালিকা অন্তর্ভুক্ত থাকবে। এতে ভুয়া ও অপসাংবাদিকতা প্রতিরোধে সহায়ক হবে বলে আশা প্রকাশ করা হয়।
এছাড়া সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) ও বাংলাদেশ প্রেস কাউন্সিলের মাধ্যমে বিভিন্ন প্রশিক্ষণ ও উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে বলেও জানানো হয়। কর্মশালা শেষে অংশগ্রহণকারী সাংবাদিকদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।



Discussion about this post