
টঙ্গী(গাজীপুর)প্রতিনিধি:- বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় গাজীপুর মহানগরের ৩৭ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৩৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শুকুর আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আরিফ হোসেন হাওলাদার। গাছা থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি ছোবহান আহাম্মেদ স্বপনের সঞ্চালনায় আয়োজিত এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ৪৬ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান সোহেল, জামায়াত নেতা তানভির, ৩৭ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল আওয়াল সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন গাছা থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক আমির আলী, গাছা মেট্রো থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইমতিয়াজ খান তুসার, যুগ্ম আহ্বায়ক হাজী সিরাজুল ইসলাম সিরাজ, টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন দিপু, গাছা থানা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইউসুফ আলী সরকার, বিএনপি নেতা সাইফুল আজম খান মিল্টন, মনির হোসেনসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। বক্তারা তাদের বক্তব্যে বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার প্রতীক। তার রাজনৈতিক সংগ্রাম ও ত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তারা মহান আল্লাহর দরবারে তার রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান। অনুষ্ঠান শেষে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়, যেখানে দেশ ও জাতির শান্তি, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি কামনা করা হয়।



Discussion about this post