প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ৯, ২০২৬, ৭:১৪ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ৭, ২০২৬, ২:১৩ অপরাহ্ণ
আলমডাঙ্গা প্রেসক্লাবের উদ্যোগে শীতার্ত ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ

বশিরুল আলম, আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) থেকে:- তীব্র শীতের কষ্ট লাঘবে আলমডাঙ্গা প্রেসক্লাবের উদ্যোগে শীতার্ত ও ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার (৭ জানুয়ারী ২০২৬ ইং) আলমডাঙ্গা পৌর এলাকার বিভিন্ন স্থানে অসহায় ও দরিদ্র মানুষের হাতে এসব কম্বল তুলে দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি মোঃ বশিরুল আলম, সাধারণ সম্পাদক রুনু খন্দকার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মীর ফাহিম ফয়সাল এবং সাংগঠনিক সম্পাদক জাফর জুয়েলসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ। কম্বল বিতরণকালে বক্তারা বলেন, শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। সমাজের বিত্তবানদের এ ধরনের কাজে এগিয়ে আসার আহ্বান জানান তারা। ভবিষ্যতেও আলমডাঙ্গা প্রেসক্লাবের পক্ষ থেকে এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রুহুল আমিন রতন | মোবাঃ ০১৯১৫-০৯১৫২৯ , ০১৮৫৮-৩১০৮৩৫
© সম্পাদক ও প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত !! Email: [email protected]