বশিরুল আলম, আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) থেকে:- চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার গোকুলখালী মাধ্যমিক বিদ্যালয়ে নিরাপত্তা প্রহরী মহিবুল্লাহ বিশ্বাসের বিরুদ্ধে একাধিক শিক্ষককে হুমকি দেওয়া, অসদাচরণ এবং দায়িত্বপালনে অনিয়মের অভিযোগ উঠেছে। শিক্ষকরা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে অভিযোগ দাখিল করেও এখন পর্যন্ত কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি, যা বিদ্যালয়ের শৃঙ্খলা এবং শিক্ষাজীবনে নেতিবাচক প্রভাব ফেলছে। অভিযোগ সূত্রে জানা গেছে, মহিবুল্লাহ বিশ্বাস বিদ্যালয়ের নিয়মিত দায়িত্ব পালন না করে অফিস কক্ষে অবস্থান করেন, নির্ধারিত সময়ে গেটে দায়িত্বে অনুপস্থিত থাকেন এবং শিক্ষকদের সঙ্গে উদ্ধত ও অসদাচরণমূলক আচরণ প্রকাশ করেন।
শিক্ষকরা আরও অভিযোগ করেছেন, তিনি মারমুখী আচরণ, অকথ্য ভাষা ব্যবহার এবং রাজনৈতিক প্রভাব দেখিয়ে বিদ্যালয়ে অশান্তির পরিবেশ সৃষ্টি করছেন। বিদ্যালয়ের সহকারী শিক্ষক হামিদুল ইসলাম বলেন,“চাকরিতে যোগদানের পর থেকেই তার দায়িত্ববোধ নিয়ে সমস্যা দেখা গেছে। উপস্থিত না থেকেও তিনি একাধিক দিনের হাজিরা স্বাক্ষর করেন। সাবেক রাজনৈতিক প্রভাবের কারণে বিদ্যালয়ে তার প্রভাব বৃদ্ধি পেয়েছে, যা শিক্ষকদের জন্য চাপ সৃষ্টি করছে।”
অন্যদিকে সিনিয়র সহকারী শিক্ষক আশরাফ আলী জানান, “বারবার সতর্ক করলেও তিনি কর্ণপাত করছেন না। উল্টো স্কুলের পরিবেশে বিশৃঙ্খলা সৃষ্টি করছেন এবং দায়িত্ব পালনে অবহেলা করছেন।” এ বিষয়ে প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক বলেন, “শিক্ষকদের লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত কর্মচারীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। জবাব সন্তোষজনক না হওয়ায় পুনরায় শোকজ করা হয়েছে। বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।”
আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আক্তার জানান, “আমার কাছে এখনো লিখিত অভিযোগ পৌঁছায়নি। অভিযোগ পেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।” বিদ্যালয় সূত্রে জানা গেছে, শিক্ষকেরা সমস্যার দ্রুত সমাধান চাইছেন যাতে বিদ্যালয়ের শিক্ষাদান পরিবেশ সুষ্ঠু ও নিরাপদ থাকে।