প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১০, ২০২৬, ১:৫৫ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ৮, ২০২৬, ৩:৪১ পূর্বাহ্ণ
আলমডাঙ্গার কায়েতপাড়া মাঠে অজ্ঞাত ব্যক্তির মরদেহ, এলাকায় চাঞ্চল্য

বশিরুল আলম,আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি:- চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার কায়েতপাড়া মাঠে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ভোরবেলায় মাঠে যাওয়ার সময় কয়েকজন কৃষক প্রথমে মরদেহটি পড়ে থাকতে দেখেন। বিষয়টি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে স্থানীয়দের ভিড় জমে। পরে খবর দেওয়া হলে আলমডাঙ্গা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।পুলিশ জানায়, এখন পর্যন্ত মরদেহটির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। মৃত ব্যক্তির বয়স আনুমানিক _ বছর বলে ধারণা করা হচ্ছে। প্রাথমিকভাবে শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া গেছে কি না, সে বিষয়ে নিশ্চিত করে কিছু জানায়নি পুলিশ। মরদেহটি ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।এদিকে, হঠাৎ মাঠে মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় আতঙ্ক ও নানা গুঞ্জনের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত ঘটনার রহস্য উদঘাটন ও মরদেহের পরিচয় শনাক্তের দাবি জানিয়েছেন।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ঘটনার কারণ ও মরদেহের পরিচয় জানার জন্য তদন্ত চলছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রুহুল আমিন রতন | মোবাঃ ০১৯১৫-০৯১৫২৯ , ০১৮৫৮-৩১০৮৩৫
© সম্পাদক ও প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত !! Email: [email protected]