
নিজস্ব প্রতিবেদক:- হাড়কাঁপানো শীতে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন গাজীপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলম হোসেন। গভীর রাতে তিনি টঙ্গীতে প্রতিবন্ধী প্রশিক্ষণার্থী ও অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়ান। (৬ জানুয়ারি) দিবাগত রাতে টঙ্গী স্টেশন রোডে অবস্থিত শারীরিক প্রতিবন্ধীদের বৃত্তিমূলক প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রে উপস্থিত হয়ে জেলা প্রশাসক প্রতিবন্ধী প্রশিক্ষণার্থীদের হাতে হাতে কম্বল তুলে দেন। এ সময় তিনি কেন্দ্রের প্রশিক্ষণ কার্যক্রম, থাকা-খাওয়ার ব্যবস্থা ও সামগ্রিক জীবনযাত্রার খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পরবর্তীতে জেলা প্রশাসক টঙ্গী রেল স্টেশনের প্ল্যাটফর্ম ও আশপাশের এলাকায় অবস্থানরত ছিন্নমূল ও শীতার্ত মানুষের মাঝেও কম্বল বিতরণ করেন। শীতবস্ত্র পেয়ে অসহায় মানুষগুলো আবেগাপ্লুত হয়ে জেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। শীত মৌসুমে দুস্থ মানুষের কষ্ট লাঘবে জেলা প্রশাসনের এমন মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্টরা।



Discussion about this post